আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি
⚠️জ্ঞাতব্য: রেজিস্ট্রেশন ফি এর অর্থ থেকে প্রতিযোগিদের পুরস্কৃত করা হবে না, সাংগঠনিক ব্যয় এবং চলমান দ্বীনি প্রজেক্টে ব্যয় করা হবে। পুরস্কারের ব্যয় নির্বাহ করা হবে ভার্সিটিয়ান দ্বীনি পরিবারের তহবিল থেকে। প্রতিযোগিতা ও রেজিস্ট্রেশন ফি‌ সংশ্লিষ্ট বিষয়ে ভার্সিটিয়ান দ্বীনি পরিবার অবগত ও সচেতন।
মূল কুইজের আগে কিছু প্রস্তুতিমূলক পরীক্ষা হবে।
জরুরত অনুযায়ী কর্তৃপক্ষ প্রতিযোগিতা সংশ্লিষ্ট বিষয়ে পরিবর্তন, পরিমার্জন, সংশোধনের অধিকার রাখে।
‘যারা আল্লাহর রাস্তায় স্বীয় ধন-সম্পদ ব্যয় করে, তাদের উদাহরণ একটি বীজের মতো, যা থেকে সাতটি শীষ জন্মায়। প্রত্যেকটি শীষে একশ’ করে দানা থাকে। আল্লাহ অতি দানশীল, সর্বজ্ঞ। যারা স্বীয় ধন-সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে, এরপর ব্যয় করার পর সে অনুগ্রহের কথা প্রকাশ করে না এবং কষ্টও দেয় না, তাদেরই জন্যে তাদের পালনকর্তার কাছে রয়েছে পুরস্কার এবং তাদের কোনো আশংকা নেই, তারা চিন্তিতও হবে না।’ (সুরা: বাকারাহ, ২৬১-৬২)।
‘আর তারা সৎকর্মে পরস্পরের মধ্যে প্রতিযোগিতা করে আর এরাই হলো, সৎকর্মশীল।’
(সূরা: আল ইমরান, ১১৪)
প্রিয় মুহতারাম, উপরোক্ত বিজ্ঞপ্তি অনুযায়ী স্টেশন করে পরীক্ষায় অংশগ্রহণ করা কি জায়েজ হবে???