পূর্বের প্রশ্নের বিষয়ে -
https://ifatwa.info/107709/
আমার ডোমেইন রিসেল অ্যাকাউন্ট এ যদি ডোমেইন ক্রয় বাবদ টাকা থাকে তাহলেই কেবল কোম্পানির কাছ থেকে ডোমেইন ক্রয় করা যাবে এবং আমার কাস্টমার ডোমেইন ক্রয় করতে পারবে। কাজেই আমি যদি সর্বদা আমার ডোমেইন রিসেল অ্যাকাউন্ট এ কয়েকটি ডোমেইন ক্রয়ের জন্য টাকা রাখি যাতে আমার কাস্টমার ডোমেইন ক্রয় করতে পারে।
এতে কি ডোমেইন বিক্রয় কি জায়েজ হবে?
আগে ডোমেইন ক্রয় করলে পরে যদি কাস্টমার না নেই তাহলে তো আমি ক্ষতি গ্রস্থ হব।
এক্ষেত্রে আপনার পরামর্শ চাই।