বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
https://www.ifatwa.info/107716 নং ফাতাওয়ায় আমরা ইতিপূর্বে বলেছি যে,
সোনা, রূপা,টাকা,এবং ব্যবসায়িক মালে যাকাত আসে, যদি তা নেসাব পরিমাণ হয়।
স্বর্ণের নেসাবঃ৭.৫ ভড়ি।
রূপার নেসাবঃ৫২.৫ ভড়ি।
এখানে একটি বিষয় লক্ষণীয় যে, কারো কাছে শুধুমাত্র স্বর্ণ বা শুধুমাত্র রূপা থাকলে সেটার নেসাব পূর্ণ হলেই যাকাত আসবে, অন্যথায় যাকাত আসবে না। তবে হ্যাঁ, যদি কারো নিকট স্বর্ণ এবং রূপা অথবা টাকা এভাবে থাকে যে, কোনোটিরই নেসাব পূর্ণ হয়নি, তাহলে এক্ষেত্রে রূপার নেসাবকেই মানদন্ড ধরে নেয়া হবে। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/121
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আল্লাহ তা'আলা বলেনঃ
ﻭَﻟَﺎ ﺗَﺰِﺭُ ﻭَﺍﺯِﺭَﺓٌ ﻭِﺯْﺭَ ﺃُﺧْﺮَﻯ ﻭَﺇِﻥ ﺗَﺪْﻉُ ﻣُﺜْﻘَﻠَﺔٌ ﺇِﻟَﻰ ﺣِﻤْﻠِﻬَﺎ ﻟَﺎ ﻳُﺤْﻤَﻞْ ﻣِﻨْﻪُ ﺷَﻲْﺀٌ ﻭَﻟَﻮْ ﻛَﺎﻥَ ﺫَﺍ ﻗُﺮْﺑَﻰ الخ
কেউ অপরের বোঝা বহন করবে না। কেউ যদি তার গুরুতর ভার বহন করতে অন্যকে আহবান করে কেউ তা বহন করবে না-যদি সে নিকটবর্তী আত্নীয়ও হয়।
(সূরা ফাতির-১৮)
আপনার স্ত্রীর উপর যাকাত ওয়াজিব হলে, যাকাত আপনার স্ত্রীকেই দিতে হবে। আপনাকে দিতে হবে না। স্ত্রীর যদি টাকা না থাকে, তাহলে সে তার গহেনাকে বিক্রি করে ২.৫% যাকাত আদায় করবে।
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
মুহতারাম!
এটাতো কমন একটা বিষয়। স্ত্রী সে তার যাকাত নিজেই আদায় করবে। তাকে যদি কেউ দান করে অথবা আপনি তাকে কিছু উপহার দেন, তাকে পকেট খরচ দেন, এবং সে সেই টাকা জমিয়ে যাকাত আদায় করে তাহলে উক্ত নারীর যাকাত আদায় না হওয়ার কোনো প্রশ্নই আসতে পারে না।