যদি আমার স্ত্রীকে দেয়া হাত খরচের টাকা থেকে সে জমিয়ে সেই টাকা দিয়ে সে তার গহনার যাকাত প্রদান করে, তবে তার যাকাত আদায় হয়ে যাবে কিনা? অর্থাৎ, স্বর্ন বিক্রি না করে যদি যাকাত এর হিসাব করে সে পরিমান অর্থ তার জমানো টাকা থেকে সে দিয়ে দেয়, তবে যাকাত ঠিক মতো আদায় হয়ে যাবে কি শায়েখ?