ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) মোবাইলে জিনের ঘটনা অযথা সময় নষ্ট। এগুলো শুনা থেকে বিরত থাকতে হবে।
(২) হারাম ইনকামের খাবার খাওয়ার সময় বিসমিল্লাহ এই নিয়তে বলে যে শয়তান যাতে সাথে খেতে না পারে, তাহলে সে কাফির হবে না। তবে হারাম খাওয়ার কারণে কবিরা গোনাহ হবে।
(৩) যিনা করার পর যদি তওবা না করে মারা যায়,সে কাফের হবে না। তবে যিনা করা কবিরা গোনাহ।
(৪) সন্দেহ যুক্ত ইনকামের খাবারে বিসমিল্লাহ বলা যাবে। তবে এড়িয়ে চলাই তাকওয়ার নিকটবর্তী ছিলো।
(৫) আল্লাহ পাক এর হুকুম আহকাম নিয়ে গবেষণা করা যাবে। কিন্তু উনার সত্তাকে নিয়ে গবেষণা করা যাবে না। এরকম আকিদা রাখা যাবে।
(৬) আল্লাহ পাক সবচেয়ে ভালো। সৃষ্টি জগতে যা কিছু আছে সবকিছুর মধ্যে যা দোষ রয়েছে, তা থেকে আল্লাহ সম্পুর্ণ পবিত্র। এরকম আকিদা সঠিক।