আচ্ছালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। প্রিয় শায়েখ আশা করি, আল্লাহর রহমতে ভালো আছেন। অনেক দিন পর একটি বিষয়ে লিখতে বসলাম। সম্প্রতি আমি একটা বিষয় নিয়ে অনেক চিন্তা করেছি। তবে এই বিষয় আমাদের আরেক প্রিয় মানুষ মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকি কুয়াকাটা আলোচনা করেছেন। যে মহিলাদের ওয়াজের সময় অবাধ চলাফেরা। তাদের জন্য মাহফিলে আলাদা জায়গা করা। ছেলেরা মাহফিলের প্যান্ডেলের ভিতর থাকার চেয়ে মেয়েদের দিকেই আকর্ষণ বেশি দেখা যায়। তাছাড়া মাহফিলগুলো কেন্দ্র করে অনেক মেলার মতো পুতুল, খেলনা , খাবারের দোকান বসে। সেই দোকানগুলোতে ছেলে মেয়ে অবাধে হাত ধরে ঘুরছে, যাদের বিয়েই হয় নাই। এক জায়গায় ওয়াজ হচ্ছে , সেখান থেকে দূরে ছেলে মেয়ে বসে গল্প করছে। মাহফিলেও বোরকা পরিধান করে ওনেকেই আসে না। কেউ আসলেও চেহারা খুলে আসে। যে মেয়ে গুলো বাসায় থাকতো , তারা ওয়াজ শোনার নামে বাইরে বের হয়ে নস্টামী করছে। সাহাবায়ে কেরাম রাঃ গণ যেখানে মহিলাদের মসজিদে এসে নামাজ আদায় করতে নিশেধ করেছেন। নবীজি সাঃ মহিলাদের ঘরের কোনে ইবাদত করতে বলেছেন। যেখানে ফরজ নামাজ আদায় করতে মহিলাদের বাড়ির বাইরে আসার জন্য নিষেধ করা হয়েছে, সেখানে রাতের বেলা এভাবে বাইরে আসা তো জরুরী না। মেয়েরা যেন বাড়িতে থেকে শুনতে পায়, সেই জন্যই দূরে দূরে মাইক ব্যবহার করা হয়। সেখানে তাদের এই জমানাই বাইরে আসা কি খুব জরুরী যেখানে নবীজি সাঃ এবং সাহাবায়ে কেরাম রাঃ গণ থেকে নিষেধ করা হয়েছে। আমরা আমাদের মেয়েদের বাড়ি থেকে বের করে কি এখানে নবীজি সাঃ এবং সাহাবায়ে কেরাম রাঃ গণের বিরুদ্ধে কাজ করছি না ??? আপনার মতামত জানতে চাইছি। ভালো থাকবেন, দোয়া চাই। আচ্ছালামু আলাইকুম।