বিসমিল্লাহির রাহমানির রাহিম
জবাব,
https://ifatwa.info/72576/?show=72576#q72576 নং ফাতওয়াতে উল্লেখ করা হয়েছে যে,
মাতাপিতার আদেশকে মান্য করা মূলত তিনটি মূলনীতির আলোকে হয়ে থাকে।
(১) তাদের আদেশ কোনো মুবাহ বিষয়ে হতে হবে।কোনো ওয়াজিব তরকের ব্যাপারে হতে পারবে না।এবং কোন হারাম কাজের জড়িত হওয়ার জন্যও হতে পারবে না।
(২) যে কাজের আদেশ তারা দিবেন,এতে তাদের ফায়দা থাকতে হবে,বা শরীয়তের পছন্দসই কাজ হতে হবে।
(৩) যে কাজের আদেশ দিচ্ছেন,তা তাদের সন্তানদের জন্য ক্ষতিকারক হতে পারবে না।
সুতরাং যদি সন্তানের কষ্ট লাগবের জন্য তারা আদেশ দিয়ে থাকেন, তাহলে এক্ষেত্রে মাতাপিতার আদেশকে মান্য করা ওয়াজিব।
ইবনে তাইমিয়্যাহ রাহ লিখেন,
ويلزم الإنسان طاعة والديه في غير المعصية وإن كانا فاسقين ، وهو ظاهر إطلاق أحمد ، وهذا فيما فيه منفعة لهما ولا ضرر ، فإن شق عليه ولم يضره : وجب ، وإلا فلا
গোনাহের কাজ ব্যতীত মুবাহ কাজে,মাতাপিতার আদেশকে মান্য করা ওয়াজিব।যদি তার ফাসিকও হয়।এটা তখন যখন তাতে মাতাপিতার ফায়দা থাকবে,এবং সন্তানের জন্য ক্ষতিকারক হবে না।যদি সন্তানের উপর কষ্টদায়ক হয় তবে ক্ষতিকারক না হয়, তাহলে তখন মাতাপিতার আদেশ মান্য করা ওয়াজিব।(আল-ফাতাওয়াল কুবরা-৫/৩৮১)এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/1707
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনার মা/বাবা যদি আপনাকে বেপর্দা চলাফেরা করতে বলেন , তবে আপনার জন্য সেই হুকুম পালন করা জায়েয হবে না। বরং তাদেরকে হেকমতের সাথে পর্দা, হালাল হারামের বিষয়টা বুঝানোর জন্য চরো চেষ্টা করবেন। প্রয়োজনে তাদেরকে বুঝাতে দ্বীনদার আত্মীয়স্বজনের সহযোগিতা নিতে পারেন ইনশাআল্লাহ।
দ্বীন পালনের অর্থ শুধু ঘরে বসে থাকা নয়। বরং পর্দার সাথে বিভিন্ন কাজে মাকে সাহায্য করাও একটি ইবাদত। প্রয়োজনে আপনি ঢিলেঢালা হিজাব পরিধান করে বাড়ির কাজ করতে পারেন ইনশাআল্লাহ। তারা বাধা দিলে আপনি দোয়া ও সবরের সাথে চেষ্টা করে যাবেন ইনশাআল্লাহ