আসসালামুয়ালাইকুম,
স্ত্রী ব্যায়ামের উদ্দেশ্যে ৩০-৬০ মিনিট একা হাঁটতে বের হতে চায়। স্বামী সহ যাওয়া সম্ভব নয়। দুই বাচ্চার এক জন অথবা উভয়জনকেই বাবার দেখে রাখতে হয়। স্ত্রী ছোট বাচ্চাকে নিয়ে অথবা ঘুম পাড়িয়ে রেখে হাঁটতে বের হতে চায়। এক্ষেত্রে জেলা শহরের রাস্তায় রাত ৯ টার মধ্যে একা হাঁটা জায়েজ হবে কি না। এমন অবস্থায় মুখে ঢেকে রাখার বিধান কি হবে?
দ্বিতীয় প্রশ্ন, স্ত্রী আমার বাবা মা এর সাথে থাকতে আগ্রহী না। বাবা মার বয়স ৬২ ও ৫২। মোটামুটি সক্ষম কাজে কর্মে। বাবা মা স্ত্রীকে দিয়েই ঘরের সব কাজ করাতে চায়। মানসিকভাবে চাপ প্রয়োগ করে নিজেদের কাজ উদ্ধারের স্বভাব। উনারা ছোট বাচ্চাদের রাখতে পারে যাদের বয়স ৮ মাস ও ৪ বছর। কিন্তু আমার মা সর্বদাই ৪ বছরের মেয়ের নামে নালিশ করতে থাকে। এমনভাবে নালিশ করবে প্রতিনিয়ত যে উনি চান দুষ্টামির জন্য তাকে শাস্তি দিই। স্ত্রীকে কাজে সাহায্য করতে আগ্রহী না।
এমন অবস্থায় আমি স্ত্রীকে আলাদা রেখেছি। তার কথা ছিল আমি নিজের ঘরে বাচ্চা কাচ্চা নিয়ে সব কাজ করতে রাজি আছি। তিন কাজের জন্য কাজের লোক রাখার টাকা বরাদ্দ রেখেছি যা সে কাজের লোক না রেখে নিজে কাজ করে টাকা নিজের জন্য রেখে দিচ্ছে। বর্তমানে আমার সেই সামর্থ নেই যে সংসার চালানোর পর স্ত্রীকে মাসিক কিছু টাকা হাতে দিই, কিন্তু সংসারের প্রয়োজন গুলো যেভাবেই হোক ম্যানেজ করে রাখি।
আমি অফিস থেকে এসে ঘরের কাজে কোন সাহায্য করি না, যদি না আমাকে বলে এটা করে দাও। আমি ছোট বাচ্চাদের রাখি। বিশেষ করে ৮ মাসের বাচ্চা। আমি রাখলেই স্ত্রী কাজ কর্ম করে। আমি বাচ্চাকে রাখার সময় মোবাইল দেখি কেন, এতে বাচ্চাকে ১০০% দিয়ে আমি রাখি না এই বলে সে হঠাৎ করে চেচামেচি করা শুরু করে। আবার তার অন্য কাজ করে দিই না কেন যেমন কাথা গুছানো ইত্যাদি তা নিয়ে চেচামেচি করে। আমার বক্তব্য হল আমি ঘরের কাজ তোমার নিয়মে এতো ঝামেলা নিয়ে করতাম না। আমি একা থাকলে আমার একটা সিস্টেমে আমি শর্টকাটে আমার কাজ করে ফেলতাম। তোমার সংসারের এসব দায়িত্ব তুমি সামাল দিবে। তুমি যদি বলো আমার খাবার ব্যবস্থা করে দিবে না তাতেও আমি রাজি। আমি তোমার মতো ঝামেলা করে কাজ করব না। বাচ্চাকে রাখি এটাও আমি তোমাকে সাহায্য করতেছি। আমার বাবা মা খুশি মনেই তাদের রাখত। সে জায়গায় আমি একে তো রাখি তা নিয়ে কোন খোচাখুচি শুনতে পারব না। তার বক্তব্য হল বাচ্চা তোমারো। তুমি রাখবা। ঘরের সব দায়িত্বও তোমারও। আমার প্রশ্ন এখানে আমার কি ভুল? আমি ঘরের কাজ করতে পারি না করতে চাইও না। আমি ৫০ কেজি ভার বইতে পারব। একা থাকলে ভাত ডিম দিয়ে চালাইতে পারব। কিন্তু আরেকজন তার মতো করে আমাকে চাপায়ে দিবে তার সিস্টেমের কাজ এটা আমি চাই না। এতে আমার মানসিক ভারসাম্য নষ্ট হয়।