একটি পুকুরে কিছু হারাম খাবার ফেলা হয় যেমন(মদ,শূকরের)তৈরী খাদ্য,আর মাছ গুলো সেগুলো খেয়ে বড় হলে পুকুরের মালিক বিক্রি করে ফেললো এবং যে মানুষ তা কিনলো সে জানে যে এটা হারাম খাবার খেয়ে বড় হয়েছে,ফলে সে কি মাছগুলো খেতে পারে?এছাড়াও মাছ অথবা মুরগী বা ছাগল মাঠে, বা মানুষের(ঘরের খাবারের) আবর্জনা খেয়ে ফেলতে পারে,আবার সেই আবর্জনা হারাম খাদ্য ও হতে পারে,তো যদি তারা এগুলো খেয়ে ফেলে, আমরা কি সেসব প্রাণীর গোশত খেতে পারবো?কারণ হারাম খাবার খেয়ে তো তাদের শরীরের কিছু মাংস বৃদ্বি পেয়েছে।