ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
ভালো নাম রাখা পিতা-মাতার সর্বপ্রথম দায়িত্ব। আবদুল্লাহ ইবনে আব্বাস রা. ও আয়েশা রা. থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-
من حق الولد على الوالد أن يحسن اسمه ويحسن أدبه.
অর্থ : সন্তানের সুন্দর নাম রাখা ও তার উত্তম তারবিয়াতের ব্যবস্থা করা বাবার উপর সন্তানের হক। (মুসনাদে বাযযার,আলবাহরুয যাখখার-৮৫৪০)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) শব্দগুলোর বানান ও অর্থে আপাতদৃষ্টিতে কোনো হেরফের দৃষ্টিগোচর হচ্ছে না।
(২) এগুলোর মধ্যে বাচ্চার জন্য যে কোন নাম রাখতে পারবেন। সাহাবাদের নাম থেকে রাখাই উত্তম।
(৩) সাওয়াদ(سَوَاد) বা সাওয়াদ(سَوَّاد) এর অনেক অর্থ হতে পারে। কালো,চোখের মনি, দানা,ইউনিফর্ম, কলিজা, অটাল ধনসম্পদ।
السَّوَادُ :الشخصُ
السَّوَادُ : ضدُّ البياضِ من الألوان
لا يفارقُ سوادي سوادَه: عيني شخصَه
ولايزال سوادي بياضَك: لا يفارق شخصي شخصك
السَّوَادُ من القلب: حبَّتُه
السَّوَادُ من العين: حدقتها
السَّوَادُ من البطن: الكبدُ
السَّوَادُ :جماعةُ النخل والشجر والنبات ؛ لأن الخضرةَ تقارب السوادَ
السَّوَادُ: اللباس الرسميّ
السَّوَادُ من البلد: قُراهُ
سواد المدينة: ما حولها من القُرى والريف
السَّوَادُ من المعسكر: ما يشتملُ عليه من المضارب والآلآت والدّوابُ وغيرها من أدوات الحرب
سوادُ الأمير وغيره: لأتباعه وحاشُيته وأمتعته ونحوها
السَّوَادُ من الناس: معظمُهم
السَّوَادُ: المال الكثيرُ
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
শুধু সাওয়াদ(سَوَاد) বা সাওয়্যাদ(سَوَّاد)নাম রাখা যেতে পারে।
(৪) محصن অর্থ মুর্চা,রক্ষা করার হাতিয়ার। حنيف শব্দের অর্থ ধাবিত হওয়া। এই দু'টি নাম রাখা যেতে পারে।
(৫) طَافِيَةُ النَّجَاة অর্থ মুক্তির প্রভাত ইত্যাদি, এই নামও নাম রাখা যাবে।
(৬) যে নামের শেষে গোল তা(ة)নেই, সেগুলো দ্বারা মেয়ের নাম রাখা যাবে।যেমন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মেযের নাম যায়নাব(زينب) ছিলো। সুতরাং مِيْفَاءُ،يَنَعٌ নাম রাখা যাবে।
(৭) বিশেষ্য(অনুগ্রহ,দয়া) দ্বারা নাম রাখাই ভালো হবে। যেমন মুহাম্মাদ (প্রশংসিত) তবে বিশেষণ দ্বারাও নাম রাখা যাবে।