আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
25 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (12 points)
reshown ago by
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
হুজুর,
আরবী লুগাত ও নামের কিতাব থেকে নিচের শব্দগুলো অর্থসহ পেয়েছি।

ছেলের নামের জন্য-
১.মুমাইয়ায(مُمَيَّزٌ)---বৈশিষ্ট্যমন্ডিত,শ্রেষ্ঠ
২.মুশাইয়াদ(مُشَيَّدٌ)---মজবুত,সুদৃঢ়,সুউচ্চ
৩.ইমতিনান(اِمْتِنَانٌ)---
অনুগ্রহ,দয়া,করুণা,কৃতজ্ঞতা
৪.সাওয়াদুল আইন(سَوَادُ الْعَيْنِ)--- চোখের তারা,নয়নতারা,নয়নমণি, সাওয়াদ(سَوَّاد)বিন গাজিয়্যাহ (রা)
৫.আহমাস(اَحْمَسٌ)--- দৃঢ়চেতা,বিক্রমী,বীর,সাহসী
৬.আনফাস(اَنْفَسُ)---
 উৎকৃষ্টতর,অধিকতর মূল্যবান,অমূল্যতর
৭.হুনাইফ(حُنَيْفْ)---সাহল বিন হুনাইফ(রা)
৮.মিহসান(مِحْصَن)---উকাশা বিন মিহসান(রা)

মেয়ের নামের জন্য-
১.জুনাইনাহ(جُنَيْنَةٌ)---ছোট বাগান,বাগিচা
২.মাহসানা(مَحْسَنَةٌ)---সুন্দর জিনিস,ভাল জিনিস,সুবিধা,উপকারিতা
৩.ইয়ানা(يَنَعٌ)---গাঢ় লাল রংয়ের রত্নবিশেষ
৪.তাফিয়াতুন নাজাত(طَافِيَةُ النّجَاةِ)---জীবনতরী,লাইফবয়
৫.মীফা(مِيْفَاءُ)---ওয়াদা পূরণকারী, বিশ্বস্ত,সচ্ছল

প্রশ্ন ১.
শব্দগুলোর বানান ও অর্থ সহীহ আছে কি?
প্রশ্ন ২.এগুলোর মধ্যে বাচ্চার জন্য কোন কোন নাম রাখা উত্তম হবে?
প্রশ্ন ৩.শুধু সাওয়াদ(سَوَاد) বা সাওয়াদ(سَوَّاد)নাম রাখা যাবে কি? তখন এগুলোর অর্থ কী হবে?
প্রশ্ন ৪.حُنَيْف,مِحْصَن নামগুলোর অর্থ কী?
প্রশ্ন ৫.طَافِيَةُ النَّجَاة নামটি কি রাখা যাবে?
প্রশ্ন ৬.যে নামের শেষে গোল তা(ة)নেই সেগুলো কী মেয়ের নাম রাখা যাবে?যেমন:مِيْفَاءُ،يَنَعٌ

প্রশ্ন ৭.বিশেষ্য(অনুগ্রহ,দয়া) নাম রাখা ভাল নাকি বিশেষণ(অনুগ্রহকারী,দয়াশীল)?

1 Answer

0 votes
by (589,140 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
ভালো নাম রাখা পিতা-মাতার সর্বপ্রথম দায়িত্ব। আবদুল্লাহ ইবনে আব্বাস রা. ও  আয়েশা রা. থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-
من حق الولد على الوالد أن يحسن اسمه ويحسن أدبه.
অর্থ : সন্তানের সুন্দর নাম রাখা ও তার উত্তম তারবিয়াতের ব্যবস্থা করা বাবার উপর সন্তানের হক। (মুসনাদে বাযযার,আলবাহরুয যাখখার-৮৫৪০)


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) শব্দগুলোর বানান ও অর্থে আপাতদৃষ্টিতে কোনো হেরফের দৃষ্টিগোচর হচ্ছে না। 
(২) এগুলোর মধ্যে বাচ্চার জন্য যে কোন নাম রাখতে পারবেন। সাহাবাদের নাম থেকে রাখাই উত্তম।
(৩)  সাওয়াদ(سَوَاد) বা সাওয়াদ(سَوَّاد) এর অনেক অর্থ হতে পারে। কালো,চোখের মনি, দানা,ইউনিফর্ম, কলিজা, অটাল ধনসম্পদ। 
السَّوَادُ :الشخصُ
السَّوَادُ : ضدُّ البياضِ من الألوان
لا يفارقُ سوادي سوادَه: عيني شخصَه
ولايزال سوادي بياضَك: لا يفارق شخصي شخصك
السَّوَادُ من القلب: حبَّتُه
السَّوَادُ من العين: حدقتها
السَّوَادُ من البطن: الكبدُ
السَّوَادُ :جماعةُ النخل والشجر والنبات ؛ لأن الخضرةَ تقارب السوادَ
السَّوَادُ: اللباس الرسميّ
السَّوَادُ من البلد: قُراهُ
سواد المدينة: ما حولها من القُرى والريف
السَّوَادُ من المعسكر: ما يشتملُ عليه من المضارب والآلآت والدّوابُ وغيرها من أدوات الحرب
سوادُ الأمير وغيره: لأتباعه وحاشُيته وأمتعته ونحوها
السَّوَادُ من الناس: معظمُهم
السَّوَادُ: المال الكثيرُ

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
শুধু সাওয়াদ(سَوَاد) বা সাওয়্যাদ(سَوَّاد)নাম রাখা যেতে পারে। 

(৪) محصن অর্থ মুর্চা,রক্ষা করার হাতিয়ার। حنيف শব্দের অর্থ ধাবিত হওয়া। এই দু'টি নাম রাখা যেতে পারে।
 
(৫) طَافِيَةُ النَّجَاة অর্থ মুক্তির প্রভাত ইত্যাদি, এই নামও  নাম রাখা যাবে।
(৬) যে নামের শেষে গোল তা(ة)নেই, সেগুলো দ্বারা  মেয়ের নাম রাখা যাবে।যেমন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মেযের নাম যায়নাব(زينب) ছিলো।  সুতরাং مِيْفَاءُ،يَنَعٌ নাম রাখা যাবে। 
(৭) বিশেষ্য(অনুগ্রহ,দয়া) দ্বারা নাম রাখাই ভালো হবে। যেমন মুহাম্মাদ (প্রশংসিত) তবে বিশেষণ দ্বারাও নাম রাখা যাবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...