ওয়া আলাইকুমুস-সালাম ওয়া
রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
বিসমিল্লাহির রহমানির রহীম
জবাব:-
'আল্লাহ'
শব্দের লাম পড়ার বিবরণ :-
'আল্লাহ'
শব্দের লাম [ ل ] উচ্চারণ করার পদ্ধতি দুটিঃ—(১) পোর (মোটা) ও (১)
বারিক (চিকন)।
(১) পোর
ঃ আল্লাহ শব্দের লামের ডানে যবর বা পেশ হলে — সে লামকে পোর (মোটা)
করে পড়তে হয়, যথা — وَاللَّهُ - أَللَّهُمَّ - أَسْتَغْفِرُوا اللَّهَ
(২) বারিক
ঃ যদি লামের পূর্বে যের বিশিষ্ট হরফ হয়— তাহলে লামকে বারিক (চিকন)
করে পড়তে হয়, যথা — بِسْمِ ٱللَّهِ - لِلَّهِ
একই আয়াতে ( اَللهُ ) আল্লাহ শব্দ উচ্চারণে পোর ও বারিক হওয়ার উদাহরণ, যেমন ঃ
O ذَٰلِكَ الْفَضْلُ مِنَ اللَّهِ وَكَفَىٰ بِاللَّهِ
عَلِيمًا
প্রসঙ্গত উল্লেখ্য যে, ইমাম হাফস রহ· এর বর্ণনা অনুসারে, ( اَللهُ ) আল্লাহ শব্দের লাম ব্যতীত অন্য সব জায়গায় 'লাম' কে বারিক (চিকন বা পাতলা) করে পড়তে হবে,
যেমন ঃ O وَعَمِلُوا
قُلْ حَمْلٍ فَلَمْيُقَا
★ সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
জ্বী
প্রশ্নেল্লিখিত সুরতে সঠিক উচ্চারণ হবে আস্তাগফিরুল্লহ্ এবং লামে খাড়া যবর
থাকায় এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে।