আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ সম্মানুত মুফতি সাহেব!!
আমার কিছু স্বর্ণ ও অল্প কিছু রূপা আছে।জমানো টাকা নেই।কিন্তু স্বর্ণ ও রূপা মিলে তো নিসাব পরিমাণ সম্পদ হয়। এখন আমার স্বামী একটু আর্থিক পেরেশানিতে আছেন।তার পক্ষে যেই নিসাব আসে সেটার যাকাত দেওয়াটাও কস্টকর।এখন আমার স্বামী চাচ্ছেন আমার রূপাগুলো বিক্রি করে দিতে যেহেতু ওগুলো আমি ইউসও করিনা সেভাবে।এখন যাকাত দিতে না চাওয়ার কারণে তিনি যদি রূপাগুলো বিক্রি করে দেন।এতে তার বা আমার কি গুনাহ হবে?