আসসালামু ’আলাইকুম, উস্তাদ
কেউ যদি হারাম সম্পর্ক থেকে বের হয়ে যায় নিজেদের ভূল বুঝতে পেরে ,তওবা করার মাধ্যমে কিন্তু হারাম সম্পর্কে থাকাকালীন ক্ষণিকের তৃপ্তির জন্য নফসের প্ররোচনা/নিজ আকাঙ্খার দরুণ একাধিক বার যিনার অনেক নিকটবর্তী চলে যাওয়ার দরুণ উভয় পুরুষ ও মহিলার উপর গোসল ফরজ হওয়া বা বীর্যপাত/মযী নির্গত হওয়া,লজ্জাস্থান দেখে ফেলা (অর্থাৎ কিন্তু কোনোভাবেই শারীরিক মিলন হয়নি) , তাহলে সেটাও কি সম্পূর্ণরূপে যিনা বলে গণ্য হবে? আর যদি উভয়ের মধ্যে উক্ত সম্পর্ক শেষ হওয়ার পর, উভয়ের মধ্যে পরবর্তীতে কোনো কারণে বিয়ে না হয় (যেমন- পারিবারিক বা নিজস্ব মন মানসিকতা পরিবর্তন) পরে উভয়ে যদি অন্যত্র বিয়ে করে ফেলে, তাহলে উভয়ে তাদের জীবনসঙ্গী আর সন্তান-সন্ততির কাছে কি ঋণী বলে গণ্য হবে এবং হক্ব নষ্টকারী হবে?
যদি তাই হয়, তাহলে জীবনসঙ্গী এবং সন্তানদের কাছে অতীতের কথা বলা অসম্ভব !! এক্ষেত্রে কি করা উচিত হবে??
২. উভয়ের মধ্যে যেকোনো একজন যদি অন্যত্র বিয়ে করে ফেলে আরেকজনের মন ভেঙে, এখন যার মন ভেঙেছে সে যদি বলে তাকে কখনো ক্ষমা করবেনা/মাফ করবেনা তার চরিত্রে দাগ লাগানোর কারণে, এক্ষেত্রে কি করা উচিত হবে? (মাফ করতো যদি অন্যত্র বিয়ে না করে ঐ ব্যক্তিকে বিয়ে করতো, নতুবা কখনোই মাফ করবেনা)