আসসালামু আলাইকুম ওস্তাদ।
১.আমি জানতে চাচ্ছি এমনি স্বাভাবিক কথাবার্তা যেমন স্বামী যদি স্ত্রী কে বলে তোমার হাত টা ছেড়ে দিলাম, বা স্ত্রী কোন অংগ ছেড়ে দিলাম বলে, স্ত্রীর কাপড় ছেড়ে দিলাম বলে। এমন কথা তে বৈবাহিক সম্পর্ক ছিন্ন হয় কি না?
২.তালাকের কোন কথা বা নিয়তে না। চলাচল বা অন্য কোন সময় যেকোনো ক্ষেত্রে স্বামী যদি বলে হাত টা ছাড়ে দাও আামার, পা ছেড়ে দাও আমার, বা কাপড় ছেড়ে দাও ইত্যাদি। স্ত্রী যদি তখন সে কাজ বা অংগ বা জিনিস ছেড়ে দেয়, বা বলে দিলাম, বা বলে আচ্ছা। তাহলে সম্পর্ক ছিন্ন হয় কি না?
৩.আমি সকাল সন্ধ্যার জিকির গুলো জানতে চাই।
৪.বাবা মা কে কিভাবে লালন পালন করতে হয়?
৫.পর্দা কতটুকু করব?
৬.নামাজ এর ওয়াক্ত ছুটে গেলে করণীয় কি?.
১,২ নাম্বার এর উত্তর টা অবশ্যই যা জানতে চাচ্ছি সেই ভাবেই উত্তর দিবেন ঘুরিয়ে বললে বুঝতে পারব না। আমি আস সুন্নাহ ফাউন্ডেশন থেকে এই ফতুয়া বোর্ড সম্পর্কে জানতে পারি এবং আমাকে জানানো হয় এখানে প্রশ্ন করলে সঠিক উত্তর পাব ইন শা আল্লাহ।