আসসালামু আলাইকুম উস্তাজ। এর আগে আমি আইফোতোয়াতেই কিছু ফতোয়া দেখেছিলাম, যেখানে আপনারা বলেছিলেন, "কোনো প্রসাধনী ব্যাবহার জায়েজ হওয়ার জন্য অভিজ্ঞ ডাক্তারের সার্টিফিকেট থাকা লাগবে যে, সেইটা স্কিনে ক্ষতিকর নয়"।
কিন্তু, বর্তমানে কিছু অনলাইনে পেইজে কেমিস্ট দিয়ে ময়েশ্চারাইজার, সানস্ক্রিন ইত্যাদি বানানো হয়। এমনই একটা পেইজে(পেইজ মালিককে সবাই দ্বীনি বোন হিসেবেই চেনে) যখন আমি অভিজ্ঞ ডাক্তারের বিষয়টা বললাম, তখন তারা আমাকে তাদের ইনগ্রেডিয়েন্ট লিস্ট দিল (স্যাফরন,গ্রেপসিড অয়েল, লিনসেড অয়েল, ডিসটিল ওয়াটার,জোজোবা অয়েল, টি ট্রি অয়েল, আমন্ড অয়েল)।
কিন্তু তারা কোনো অভিজ্ঞ ডক্টরের সার্টিফিকেট দেখাতে পারেনি। কেবল দাবি করেছে, দক্ষ কেমিস্ট(যারা ল্যাব টেস্ট করে) দিয়ে বানানো এবং উনি নিজে ব্যবহার করেছেন, তাই উনাকে যারা চেনেন তারা উনাকে বিশ্বাস করতে পারেন।
আবার, আমার দেওয়া আপনাদের পূর্ববর্তী ফতোয়ার বিষয়ে উনারা কোনো উত্তন দেননি। আমি উনাদের অনুরোধ করেছি যেন নিজের ভুল শুধরে ডক্টরের সার্টিফিকেট নেওয়ার ব্যবস্থা করেন। কিন্তু এই কথাকেও উনারা আমলে নেননি। অন্য একজন ফলোয়ার আমাকে বলেছেন যে, ওই ফতোয়াটা অন্য ক্রিমের, এই ক্রিমের জন্য আলাদা করে যেন আমি আপনাদের প্রশ্ন করি।
এক্ষেত্রে, আমার দুইটা প্রশ্ন,
১. এরকম ক্রিম কেনা-বেচা/ ব্যবহার করা জায়েজ কিনা?
২. কেবল অনলাইনে চেনা মানুষকে বিশ্বাসের বশে, ডাক্তারের অথেনটিসিটি যাচাই না করেই কেনা-বেচা কি ঠিক হবে?
প্লিজ জানাবেন। জাযাকুমুল্লাহ খাইরান।