আসসালামু আ'লাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকাতুহ।
আমি যখন অনেক ছোট তখন হারাম সম্পর্কে জড়িয়ে পরি,তখন এটা যে হারাম বা গুনাহ হয় সে সম্পর্কে কোন ধারণা ছিল না।তারপর একটা সময় যখন জানতে পারি এটাতে গুনাহ হয়,হারাম,তখন ৩ বছর হয়।কথা বলা ছাড়া অন্য কোন গুনাহে লিপ্ত ছিলাম না।কিন্তু সেটা থেকে বের হতে পারছিলাম না,সেজন্য আমার ফ্যামিলিকে না জানিয়ে তার কিছু আত্মীয়কে সাথে নিয়ে একটা হুজুরের মাধ্যমে বিয়ে করে ফেলি।তারপর কথাবার্তা বলতে থাকি,তখনও আমার মধ্যে দ্বীনের বুঝ আসে নাই।আরও ২ বছর পর দ্বীনের বুঝ আসে আলহামদুলিল্লাহ।তখন সব ধরনের হারাম কাজ থেকে বের হয়ে আসছি,জীবন নতুন করে সাজিয়েছি।কিন্তু তাকে ছাড়তে পারি নি কারণ উনাকে বিয়ে করেছিলাম।যেহেতু বিয়ে করেছি,সম্পর্কটা আরও গভীরে চলে গিয়েছিল।এভাবেই চলতে থাকে।আল্লাহর কাছে বহুবার সাহায্য চেয়েছি,এটা থেকে বের হবো কিনা বুঝতে পারছিলাম না।কিন্তু বারবারই কোন না কোন উছিলায় জানতে পারি উনাকে ছাড়া আমার জন্য ঠিক না।এভাবে চলতে চলতে এখন ৭-৮ বছর হয়(বিয়ে হয়েছে ৪-৫ বছর)।বাসা থেকে কিছুই জানে না।পুরোটাই লুকানো।এখন তার ফ্যামিলি থেকে বিয়ের প্রস্তাব দেওয়া হয় ,আমার ফ্যামিলি কোনভাবেই মানছে না।আমি সত্যিটা বলতেও পারছি না।সত্যিটা জানলে উনারা বেঁচে থাকবেন কিনা জানি না।এজন্য জানানো হচ্ছে না।বাসা থেকে এখন অনেক বুঝানোর চেষ্টা করছে অন্য কাউকে বিয়ের জন্য,উনাকে বাদ দেওয়ার জন্য,তারা জানে শুধু কথাবার্তাই হয়েছে অন্য কিছু না এজন্য ভাবে খুব সহজে উনাকে ভুলে অন্য জায়গায় বিয়ে করলে সব ঠিক হয়ে যাবে।কিন্তু আমার পক্ষে এখন অন্য কাউকে বিয়ে করা সম্ভব না।আমি এখন কি করব???আমি বাবা মায়ের কষ্ট দেখতে পারছি না,আবার উনাকেও বাদ দিতে পারছি না।আমাকে একটু সাহায্য করুন সঠিক সিদ্ধান্ত নিতে।
আমি এখন একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনেক ভালো সাব্জেক্ট নিয়ে পড়াশোনা করছি।আর উনি বাইরে থাকেন,কিন্তু আমার দায়িত্ব নেওয়ার জন্য যথেষ্ট সামর্থ্য আছে।উনার ফ্যামিলিও ভালো, দ্বীনদার।কিন্তু যেহেতু পড়াশোনা ব্যাকগ্রাউন্ড আমার মত না এজন্য আমার বাসা থেকে কোনভাবেই মেনে নিতে পারছে না।আমাকে একটু সাহায্য করুন ইংশাআল্লাহ।