আসসালামু আলাইকুম
১) আমি যদি ফ্রি ল্যান্সিং SEO নিয়ে কাজ করি, এই কাজটা হচ্ছে সার্চ ইঞ্জিনে কোনো কিছু লিখে সার্চ দিলে একটা কোম্পানির ওয়েব সাইটকে প্রথম পাতায়/প্রথম সারিতে নিয়ে আসা। মোটকথা তার কোম্পানির সাইটকে র‍্যাংকিং করানো। তো যদি এমন হয় যে, আমি এখানে এমন কোনো সাইটের কাজ পেলাম, যেটায় মূলত কাজ হালাল যেমন ই-কমার্স সাইট, সেটা মোবাইল/জামা কাপড় বিক্রির সাইট, কিন্তু কিছু ক্ষেত্রে হয়তো তারা বেগানা নারীর বিজ্ঞাপন দিবে, বা নারীর ছবি যুক্ত করে, এক্ষেত্রে কি আমার সেই সাইটের জন্য কাজ করা উচিত হবে? যেহেতু সাইটের নিয়ন্ত্রণ তার মালিকের কাছে। আমি শুধু তার সাইটকে র‍্যাংক করাবো। এক্ষেত্রে আমার গুনাহ হবে?
২) ইসলামিক প্রতিবেদন মূলক ভিডিও। যেমন- পশ্চিমা আগ্রাসন, ইসলাম বিদ্বেষ প্রভৃতি বিষয়ে ভিডিও বানাবো, সেক্ষেত্রে যদি ভিডিওর মধ্যে কারো ছবি এড করি, উল্লেখ্য যে এটা শুধু মাত্র একটা ছবিই, যেটা ট্রানজিশন এর মাধ্যমে দেখানো হবে এই কাজ জায়েজ হবে?
৩) ইউটিউবের থাম্বনেইলে কারো ছবি এড করা যাবে কি? যেমন বর্তমান বিশ্বের তথাকথিত সুপারপাওয়ারদের কারো ছবি এড করতে হবে, যে তার কি বক্তব্য মুসলিমদের নিয়ে সেক্ষেত্রে ছবি এড করা যাবে?
৪) ভিডিও তে কোনো নিউজের খন্ডাংশ এড করা হবে, যেখানে হয়তো সংবাদ টা কোনো নারী পাঠ করতেছে। সেক্ষেত্রে সেই নারীর চেহারা ব্লার (অস্পষ্ট) করে দিবো, তবে ভয়েস শুনা যাবে নারীর। এইভাবে কাজ জায়েজ হবে?
৫) ইউটিউব থাম্বনেইলে বা ভিডিওর মধ্যে অনেক সময় দেখা যায় কারো ছবি এড করে চোখে লাল ইফেক্ট ইউজ করেছে+ মাথায় অনেক সময় শিং এড করে দেয় যাতে বুঝা যায় যে সে একজন স্বৈরাচারী/বা খারাপ লোক, বলতে গেলে ডেভিল টাইপের লোক, এক্ষেত্রে এই ইফেক্ট ইউজ+শিং এড করা জায়েজ হবে?
৬) ভিডিও তে যদি এমন কারো বক্তব্য থাকে, যেটা বয়স্ক মহিলার সেক্ষেত্রে কি ভিডিও তে তার চেহারা অস্পষ্ট করে দেয়া লাগবে?