বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
সৌদি আরবের ফাতাওয়া হল,ধুমপান হারাম ।আর দারুল উলূম দেওবন্দের ফাতাওয়া হল,মাকরুহে তাহরিমি।
তথা দারুল উলূম দেওবন্দ সহ হানাফি ফিকহ মনে করে যে,ধুমপান হারাম হওয়ার বিষয়টা অকাট্য দলীল দ্বারা প্রমাণিত নয়।সুতরাং ধুমপানকে সরাসরি হারাম বলা যাচ্ছে না,এজন্য ফুকাহায়ে কেরাম মাকরুহে তাহরিমি বলে থাকেন।
সৌদি আরবের দারুল ইফতা নিম্নোক্ত কারণে হারামের ফাতাওয়া দিয়ে থাকে
(ক)
আল্লাহ্ তা‘আলা বলেন:
«وَيُحِلُّ لَـهُمُ الطَّيِّبَاتِ وَيُحَرِّمُ عَلَيْهِمُ الْـخَبَائِثَ»
‘‘আরো সে (রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) তাদের জন্য পবিত্র ও উত্তম বস্ত্তসমূহ হালাল করে দেন এবং হারাম করেন নিকৃষ্ট ও অপবিত্র বস্ত্তসমূহ’’।(আ’রাফ:১৫৭)এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/10970
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
মা বাবা যাই বলুন, সকল প্রকার সিগারেট মাকরুহে তাহরিমী। তাই সিগারেট খেতে পারবেন না।
(২)
শয়তানকে ঘৃনা করে নিজের প্রবৃত্তির কারনে গুনাহ করে, শয়তানকে ওলি হিসেবে না মেনে।
আপনার প্রশ্নটিতে ভুল রযেছে। প্রবৃত্তির অনুসরণ প্রকারান্তরে শয়তানেরই অনুসরণ। সুতরাং এটা বলা যাবে না যে, প্রবৃত্তির অনুসরণ করেছে কিন্তু শয়তানকে ওলী হিসেবে গ্রহণ করে নাই।