আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ, উস্তায , আমার ফিকাহের যাকাত এবং ওশরের বিধানে কয়েকটি প্রশ্ন আছে, এগুলো উত্তর পেলে উপকৃত হতাম।
১) উটের হিসাবের ক্ষেত্রে উট যদি ৩১ থেকে ৩৬ পর্যন্ত হয়, তখন কয়টি উট যাকাত হিসেবে দিতে হবে?
২) ফসলের সংজ্ঞায় বলা হয়েছে মুসলমানদের মালিকানাধীন ভূমিই হচ্ছে উশরি ভূমি । আর খারেজী ভূমির প্রকারের মধ্যে লেখা হয়েছে, কাফের থেকে ভূমি ক্রয় করলে সেটা খারাজিই থাকে , তাহলে যদি কোন মুসলিম কাফের থেকে ভূমি ক্রয় করে এবং ফসলের আবাদ করে ও তা নেসাব পরিমাণ হয়, সেক্ষেত্রে উক্ত ফসলের যাকাত আদায় করবে কি?
৩) মডিউলের ভিতর এক স্থানে লেখা, যেই বাশঁ ব্যবসায়িক উদ্দেশ্যে উৎপন্ন করা হয় , তাতেও ওশর আসবে। তাহলে ব্যবসায়িক উদ্দেশ্য ছাড়া বাঁশ , পাট, এজাতীয় গাছ থেকে কি ওশর আদায় করতে হবে?
৪) বৃষ্টির পানি বা নদীর পানি অথবা স্বভাবতই সিক্ত থাকে, এমন জমিতে কৃষক যদি সার , কীটনাশক ইত্যাদি ব্যবহার করে ফসল ফলায় তখন ২০ ভাগের একভাগ যাকাত হিসেবে দিবে নাকি দশ ভাগের একভাগ?