আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
56 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (4 points)
আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ
আমার হাসব্যান্ড ঘরের ছোট ছেলে।এখনো স।টুডেন্ট।উনার বড় ভাই এর সাথে একসাথে থাকি আমরা।উনার আন্ডারেই আমরা আছি।উনার ডিভোর্স হয়েছিলো।ডিভোর্স এর পর আমার বিয়ের দেড় বছর পর উনার বিয়ে হয়।আমার জা চাকরি করেন।আমি গৃহিণী।বাসার সব কাজ করি।আমি একা ই।

আমার জা যখন প্রথম আসেন,আমি এতো খুশি হই খুশির চোটে‌অনেক কথা বলে ফেলি।অনেক কথা শেয়ার করে ফেলি। কিন্তু কয়দিন পর বুঝলাম উনি আমার সাথে কথা বলেননা।আমি কিছু নিজ থেকে না জিজ্ঞেস করলে/নিজ থেকে কথা না বললে আমার সাথে একটাও কথা বলেননা।উনি ঘরের বড় বউ‌হওয়া সত্তেও ঘরে কি লাগবে না লাগবে,তরকারি রান্না করতে হবে কিনা ,কি আছে না আছে,এসব কিছুতেই হাত দেননা।সকাল সকাল যায়, সন্ধ্যায় আসেন,সারাদিন ঘরের সব আমি একা করি।প্রথম প্রথম পেয়াজ কেটে দিতো,সবজি কেটে দিতো, আমাকে জিজ্ঞেস করতো কিছু করা লাগবে কিনা , কিন্তু এখন আর এমনটা হয়না।আমার সাথে কথাও বলেনা।আমিও আর নিজ থেকে কথা বলতে যাই না।

শুধু গীবত করতে যেনো না হয়,তাই এখানে প্রশ্ন করা।আমাকে এগুলো অনেক কষ্ট দিচ্ছে।এক ই ঘরে থাকছি, কিন্তু কোনো কথা নেই।আমাকে ই বারবার ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে কথা বলতে যেতে হয়, নাইলে উনি নিজেই আমাকে একটা কথা জিজ্ঞেস করেননা।গীবত এর ভয়ে+ওদের মাঝে ঝগড়া করাতে চাইনা,এজন্য আমি কাউকে কিছু বলিনা।সব একা একা করে ফেলি।আমার হাসব্যান্ড এর পড়াশোনা শেষ হয়ে চাকরি পেতে আরো ১-১.৫ বছর লাগতে পারে।আল্লাহ চান তো।

আমি কিভাবে এসব নিয়ে ধৈর্য ধরবো?আমাকে নাসিহা দিন‌।একা একা করি সব,+কেউ কথা ও বলেনা।আমার দম বন্ধ হয়ে আসে।সারাদিন বাসায় একা থাকি।

আমার কি করা উচিত?

1 Answer

0 votes
by (606,750 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
হাদীস শরীফে এসেছে....
 ﺻﻞ ﻣﻦ ﻗﻄﻌﻚ ﻭﺃﺣﺴﻦ ﺇﻟﻰ ﻣﻦ ﺃﺳﺎﺀ ﺇﻟﻴﻚ ﻭﻗﻞ ﺍﻟﺤﻖ ﻭﻟﻮ ﻋﻠﻰ ﻧﻔﺴﻚ
হযরত আলী রাঃ থেকে বর্ণিত, তুমি সম্পর্ক স্থাপন কর তার সাথে যে তোমার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করেছে,এবং সৎদ্ব্যবহার কর তার সাথে যে তোমার সাথে মন্দ ব্যবহার করেছে,এবং সত্য কথা বল যদিও তোমার নিজের বিরুদ্ধে হয়।(জামে সগির-৪৯৮৭)

ﻭَﻟَﻤَﻦ ﺻَﺒَﺮَ ﻭَﻏَﻔَﺮَ ﺇِﻥَّ ﺫَﻟِﻚَ ﻟَﻤِﻦْ ﻋَﺰْﻡِ ﺍﻟْﺄُﻣُﻮﺭِ ) ﺍﻟﺸﻮﺭﻯ 43/ " ﺍﻧﺘﻬﻰ .
অবশ্যই যে সবর করে ও ক্ষমা করে নিশ্চয় এটা সাহসিকতার কাজ।(৪২/৪৩)
নবী কারীম সাঃ বলেনঃ
ﻭﻗﺎﻝ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ : ( ﻳَﺎ ﻋُﻘﺒَﺔَ ﺑﻦَ ﻋَﺎﻣِﺮ : ﺻِﻞْ ﻣَﻦْ ﻗَﻄَﻌَﻚَ ، ﻭَﺃَﻋْﻂِ ﻣَﻦْ ﺣَﺮَﻣَﻚَ ، ﻭَﺍﻋْﻒُ ﻋَﻤَّﻦ ﻇَﻠَﻤَﻚَ ) 
হে উকবা তুমি সম্পর্ক স্থাপন কর তার সাথে যে তোমার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করেছে,এবং দান কর তাকে  যে তোমাকে বঞ্চিত করেছে,এবং মাফ করে দাও তাকে যে তোমার উপর যুলুম করেছে।(মসনদে আহমদ-৪/১৫৮)


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন! 
আপনি ধর্য্য সহকারে পরিস্থিতির মুকাবেলা করুন। পর্দা পুশিদার সাথে নিজ ঘরকে সংরক্ষণ করার চেষ্টা করুন। জা এর সাথে ভালো আচরণকে অভ্যাহত রাখুন। পারিবারিক সু-শান্তি বজায় থাকতে আপনার এই ভূমিকা সত্যিই প্রশংসিত হবে। পরবর্তীতে যখন আপনার স্বামীর জব হয়ে যাবে, তখন হেকমতের সাথে হাসিখুশির উপর আপনারা পৃথক হয়ে যাবেন। জা কে হেকমত ও প্রজ্ঞার সাথে দ্বীনের দাওয়াত দিবেন।হয়তো আল্লাহ তার মনকে পরিবর্তন করে দিবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

...