আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
61 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (7 points)
edited by
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্ল-হ

আমি একটি ২৯ নং পারা মাশক্ব কোর্সে ভর্তি হয়েছি। আইওএমে পড়ছি এর পাশাপাশি সেটাতে ইনরোল করেছিলাম,এই আশায় যে দুই জায়গায় নাজেরা শুনালে আমার পড়াটা ফ্লুয়েন্ট হবে।সেই কোর্সে লিখা ছিল ধীরস্থির,তারতিল এবং তাজউঈদের সূক্ষ্ম বিষয়গুলো ধরে ধরে পড়ানো হবে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় সেখানে সেভাবে পড়ানো হয় না। আসলে অনাদের পেইজের পোস্ট টা স্পন্সর্ড করা ছিল,অনেক রিয়েক্ট ছিল+ কমেন্ট ছিল।তাই সবার আগ্রহ দেখে আমি বিশ্বস্ত কারোর রিভিউ না শুনেই কোর্স টাতে ইনরোল করেছিলাম। সেখানে অনেক দ্রুত তিলাওয়াত করে পড়িয়ে দেয়া হয়,তিলাওয়াত এতই দ্রুত যে ত্বলিবাহরা কোথায় মাদ্দ হচ্ছে কোথায় হচ্ছে না তা ধরতে হিমশিম খাবে।আমি সেখানের একজন ত্বলিবাহ,আর যিনি পড়ান তিনি উস্তাযা। উনার থেকে আমি আল কুরআন শিখছি তাই অনার সাথে কোনো বেয়াদবি কাম্য নয়,এটা আদবের খেলাফ।আমি চাই না আমার দ্বারা কোনো বেয়াদবি হোক,উস্তাযাদের সাথে বেয়াদবি ইলম থেকে মাহরুম করে দেয়ার জন্য যথেষ্ট। তাই আমি বুঝতেও পারছি না সেখানে কি আমার কিছু বলা উচিত কিনা,আর কিভাবে বলা উচিত?

আমি সেখানে পড়ার কোনো আশ্বাসও পাচ্ছি না।কোনো ফায়দা হচ্ছে না আমার।উলটো অধিক সুর যুক্ত তিলাওয়াত আমার ধীরস্থির তাজউঈদ সহকারে পড়াকে প্রভাবিত করছে। বিগেইনার যারা তাদের তো অধিক সুর যুক্ত তিলাওয়াত শুনতেও নিষেধ করা হয়। আমি কোর্সে ভর্তি হওয়ার সময় ৪মাসের টাকা একসাথে দিয়েছিলাম(কোর্স্টাও ৪মাসেরই), এই নিয়্যাতে যে আমি সেখানে মেহনত করব।যেন মাঝ পথে ছেড়ে না দেই পড়া, তাই আমার জমানো সব টাকা দিয়ে কোর্সটায় ইনরোল করেছিলাম।কিন্তু এখন আমি কোন দিকে যাব বুঝতেসি না।ভর্তির সময় ক্লাস মিস না দেয়া,আর মাঝ পথে ছেড়ে না দেয়ার বিষয়টির ওয়াদা নেয়া হয়েছিল।এখন আমি যদি কোর্সটা ছেড়ে দি আমার কি গুনাহ হবে? আমি কি করতে পারি, আমি টাকা দিয়ে দিয়েছি এতে আমার কষ্ট নেই কিন্তু এখন যে সময়টা আমি সেখানে দিব তাতে কোনো ফায়দা হচ্ছে না, উলটো আমার তিলাওয়াতে সমস্যা হচ্ছে।আমি এই সময়টা অন্য খাতে ব্যবহার করতে চাই।এখন আমি কোর্সটা ছেড়ে দিলে কি গুনাহ হবে?

1 Answer

0 votes
by (597,330 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
যেই প্রতিষ্টানে কুরআন শিখতে ভর্তি হয়েছেন, সেখানে কুরআন শিক্ষা চালিয়ে যাওয়া মুবাহ বিষয়। আপনি চাইলে কন্টিনিউ করতেও পারেন এবং চাইলে ছেড়ে দিতে পারবেন। যেহেতু টাকা দিয়ে ফেলছেন, তাই এখন কোর্সটি সম্পন্ন করে নেয়াই উচিত। অযথা টাকা জ্বলে না ফেলাই উচিৎ। তবে যদি চালিয়ে যাওয়া কষ্টকর হয়, তাহলে অন্যত্র পড়তে করতে পারবেন।
لما في الفتاویٰ الشامیة:
"تركه لايوجب إساءةً ولا عتابًا كترك سنة الزوائد، لكن فعله أفضل."(جلد۱، ص:۴۷۷، ط: سعید)

 সম্পদের অপচয় রোধর আল্লাহ্ তা‘আলা বলেন:
«وَلَا تُبَذِّرْ تَبْذِيْرًا، إِنَّ الْـمُبَذِّرِيْنَ كَانُوْا إِخْوَانَ الشَّيَاطِيْنِ، وَكَانَ الشَّيْطَانُ لِرَبِّهِ كَفُوْرًا»
‘‘কিছুতেই সম্পদের অপব্যয় করো না। কারণ, অপচয়কারীরা শয়তানের ভাই। আর শয়তান হচ্ছে তার প্রভুর অত্যন্ত অকৃতজ্ঞ’’।(ইস্রা/বানী ইস্রাঈল : ২৬-২৭)


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (7 points)
আমি এর জন্যই অই কোর্সের কোনো ক্লাস মিস দেইনি।কিন্তু অধিক সুর যুক্ত আর দ্রুততর তিলাওয়াত আমি যেভাবে শিখছি এটাকে প্রভাবিত করছে। আমি আগে বুঝতে পারিনি যে এমন হবে।আমি যদি অনাদের উপর কোনো রকম কষ্ট না রাখি,টাকা গুলোর আল্লাহর রাস্তায় ব্যয় হয়েছে ভেবে ধরেনি,তাহলেও কি এটা অপচয় বলে গণ্য হবে?উস্তায একটু জানাবেন মিন ফাদ্বলিক। 
by (597,330 points)
হ্যা, আপনার বর্ণিত নিয়ত রাখলে অপচয় হবে না। 

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...