এক বোনের স্বপ্ন :
আমি আজান শুনে সুন্দর করে গোসল করে অজু করে মাসজিদে যাচ্ছি। মাসজিদের কাছে একটা, বড় সবুজ খেত ও গাছ গাছালীর নিচে বসেছি, আরবি ভাষার অনলাইন ক্লাস করতে,, মাসজিদ দেখা যায়। সবাই জড়ো হলে নামাজ পড়বো। কিছু হুজুর দেখা যাচ্ছে সাদা জুব্বা পড়নে। আমি ক্লাস করার মধ্যে বলতেছি উস্তাদ আমার না সূরা কলম পড়লে ১ সপ্তাহ যাবৎ যেদিন যেদিন যতক্ষণ এটা তিলাওয়াত করেছি মাথা নাক মুখ চোখ খারাপ লেগেছে, পড়া,শেষ অন্য সূরা পড়ছি আমি ভালো(এটা আমার বাস্তবে হয়েছিলো, এমন লেগেছিলো কলাম তিলাওয়াতে) এ সূরার কথা আমার এক বোন উস্তাদ এর কাছে বলতে দিচ্ছে না। অন্য সমস্যার কথা বলতাম শিখায়,দেয়,যাতে এটা বলতে ভুলে যায় আমি। আমি ধমক দিয়ে তুই আমার সব ভুলাই দিতাছছ চুপ রেখে, আবার সবটা বলেছি।
উস্তাদ বলেছেন, অর্থ জানো,? এই সূরাটা অনেক সুন্দর অনুবাদ টাও তাই তোমাকে এ সূরা পড়তে না দেওয়ার জন্য শয়তান বাঁধা দেয়। তাছাড়া তোমার দ্বীনের পথে আশপাশ দিয়ে শয়তান মানুষ নামক শয়তান ঘেড়াও করে আছে, তোমাকে বিভিন্ন ভাবে দূরে রাখতে চাচ্ছে,, কিন্তু তুমি বিভিন্ন কোর্সে ভর্তি হয়ে,, বাধার সম্মুখীন হলেও, পড়া না শিখে পারছো না, এগুলোর ভেতরেই এগিয়ে যাচ্ছো,, তোমার চারপাশ খেয়াল রাখবা কে তোমাকে দূরে সড়াতে চাই তাদের থেকে। তুমি হতাশ হয়ো না, কখনো যদি কোনো গুনাহও হয়ে যায় হতাশ হয়োনা, আল্লাহ গুনাহও কল্যাণের জন্য করান, তওবার অশ্রুর জন্য কাছে টেনে নেয় আরও। আল্লাহ তোমাকে সাহায্য করবেন, তুমি ধৈর্য্য ধরো আর এভাবেই এগিয়ে যেতে থাকো। আল্লাহ তোমায়,সাহায্য করবেন। সব থেকে বেেশি ভালো হয় তুমি জায়গা টা বদলালে। তাহলে অনেক সমস্যার প্রায় সব সমাধান হয়ে যাবে।
এখানে ব্যাখ্যা কী? আমাকে কি কোনো ইঙ্গিত দেওয়া হচ্ছে?