ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত,
عَنْ أَنَسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى الله عليه وسلم: (لِيَسْأَلْ أحدكم ربه حَاجَتَهُ كُلَّهَا حَتَّى شِسْعَ نَعْلِهِ إِذَا انْقَطَعَ)
তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমাদের প্রত্যেকেই যেন তার সমস্ত প্রয়োজন আল্লাহর কাছে চায়, এমনকি তার জুতার ফিতা ছিঁড়ে গেলেও তা আল্লাহর কাছে চাইবে।”[তিরমিযী: ৩৬১২; মুসনাদ বাযযার: ৩১৩৫; মাজমা‘উয যাওয়াইদ: ১০/১৫০]
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
গোনাহ নয় এবং আত্মীয়তার সম্পর্ক বিচ্ছেদ নয়, এমন সকল বিষয়ের জন্য দু'আ করা যেতে পারে। সুতরাং লম্বা হওয়ার জন্য দু'আ করা যাবে। এমনকি প্রত্যেক বৈধ ও জায়েয কাজ হাসিল হওয়ার জন্য প্রথমে আল্লাহর কাছে সাহায্য চাওয়াই উচিৎ।
(২) হায়েযের সময় তিলাওয়াত করা না গেলেও তিলাওয়াত শ্রবণ করা যাবে। এতে কোনো সমস্যা হবে না।