السلام عليكم و رحمة الله و بركاته
১/আমি দেড় বা দুই মাসের অন্তস্বত্তা ছিলাম। অন্তস্বত্তা থাকা অবস্থায় ব্লিডিং হতো এর মাঝে গর্ভপাত হয়ে যায়। মানে বাচ্চাটা নষ্ট হয়ে যায়। এখন যে ব্লিডিং টা হচ্ছে এটা কি হায়েজের রক্ত নাকি নেফাস হিসেবে ধরবো? গর্ভপাত হওয়ার ফলে যে ভ্রুণ টা বের হয়েছিল সেটার কোনো অঙ্গ গঠিত হয়নি। ভ্রুণটা সাদা একটা মাছের থলির আকৃতি ছিল।
আমার হায়েজের অভ্যাস ৭ দিন। আর এটা যদি হায়েজ হিসেবে গণ্য হয় এবং ৭ দিনের বেশি যদি ব্লিডিং হয় তখন কি ৭ দিন পরই ফরজ গোসল করবো নাকি ১০ দিন অপেক্ষা করবো?
২/ আযান ইকামাতের মধ্যবর্তী সময়ে হাত তুলে দুআ করা কি বিদআত? এই সময়ে কি শুধু মুখে দুআ করতে হবে?
৩/ আমার স্বামীর সামনে কি আমার সৎ মাকে পর্দা করতে হবে?