আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
65 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (5 points)

পারিবারিক ক্ষেত্রে সন্তান ও স্বামী হিসেবে একজন পুরুষের দায়িত্ব সম্পর্কে নিম্নোক্ত ক্ষেত্রে জানতে চাই।

আমি একজন ভার্সিটি পড়ুয়া যুবক। আমাদের পারিবারিক অবস্থান অনুসারে বাসার পারিবারিক ক্ষেত্রে পুরুষ রা রোজগার , বাসার বাইরের ও অর্থনৈতিক বিষয়াবলী সবকিছুই পালন করে তাদের নারীদের উপর যতটুক সম্ভব( ফরজ+ মুস্তাহাব)। তবে তারা বাসার কাজে সাধারণত কিছুই করেনা। এই ক্ষেত্রে স্ত্রীদের উপর তেমন চাপ ও দেয় না। বেশি ভারি কাজ গুলো helping hand দিয়ে করায় তবে permanent না। স্ত্রীরা যতটুক পারে করতে ততটুকুই করে। তেমন চাপ নেই। কোনোদিন রান্না করতে না চাইলে চাইলে বাইরে থেকে খাবার কিনে আনে কিন্তু সাধারণত নারীরাই রান্না করে (daily) এবং পুরুষ এই related কোন কাজ করেনা। 

১।এটা কি পুরুষদের দায়িত্ব পালন হচ্ছে? নাকি তাদের অবশ্যই রান্না বান্না ও বাসার কাজ করতেই হবে? ছেলেদের বাসার কাজ করতে একটু অলসতা লাগে তাই করেনা। তবে মাঝেমধ্যে আবার করেও( খুবিই কম। বছরে ৩৬৫ দিনে সর্বমোট ১৫ দিন হবে ।কারন নারিরা এতটুকুই করতে বলে, তখন তারা করে)

২। আমি যদি আমার status এর সমান বা বেশি বা কম কোন মেয়েকে বিয়ে করি 
- তখন কি আমাকে প্রত্তেক দিন রান্না করা খাবার table এ নিশ্চিত করতে হবে। মানে এইটা কি আমার স্ত্রীর হক?
-বাসার কাজে নিজে mainly রান্না বান্না না করে মূলত বাইরের বিষয় দেখভাল করার পর বাসার কাজে সাহায্য না করলে কি স্ত্রীর হক নষ্ট হবে?
-আমি কি আমার বাসার বিষয়গুলো দেঘভাল করা স্ত্রীর থেকে আসা করা (রান্না বান্না, cleaning, বাবা মার একটু খোঁজখবর নেয়া) এইগুলা কি আমার হক?

৩।সন্তান হলে কি আমাকে সন্তানের জন্য বাইরে থেকে বুকের দুধ নিয়ে আসতে হবে তার মা যদি কোন কারন ছারাই বাচ্চাকে দুধ খাওয়াতে না চায়?   

আমি বিভিন্ন জায়গায় পুরুষদের কি কি করা দরকার সম্পর্কে দেখে একটু চিন্তায় পরে গেছি যে আমরা আসলে কম করছি বা ঠিকঠাক নারীদের সাথে আচরন করছি কিনা । একটু বিষয়গুলো জানাবেন ।

1 Answer

0 votes
by (597,330 points)
বিসমিল্লাহির রাহমানির রাহাম।
জবাবঃ-
আল্লাহ পাক সৃষ্টিকাল থেকেই প্রত্যেক মানুষকে তার ব্যক্তিগত নিজস্ব কিছু অধিকার দান করেছেন।স্ত্রীর উপর স্বামীর কিছু অধিকারও হক্ব দান করেছেন যেমনঃ-চাহিবামাত্র স্বামীকে সঙ্গ দেয়া ও স্বামীর সন্তানকে গর্ভে ধারণ করা এবং লালন-পালন করা ইত্যদি স্ত্রীর উপর স্বামীর অধিকার ও হক্ব। তদরূপ স্বামীর উপর স্ত্রীরও কিছু অধিকার ও হক্ব রয়েছে যেমন, বিয়ের পর স্ত্রীর ব্যক্তিগত অধিকার রক্ষা করে স্ত্রীকে একটি বাসস্থান ও খাদ্য এবং বস্র দান করা।এটা স্বামীর উপর  স্ত্রীর অধিকার ওহক্ব এবং শরীয়ত কর্তৃক ওয়াজিব। এ সম্পর্কে কোরআনের ঘোষনা হলঃ
ﻭَﻋَﺎﺷِﺮُﻭﻫُﻦَّ ﺑِﺎﻟْﻤَﻌْﺮُﻭﻑ
নারীদের সাথে সদ্ভাবে জীবন-যাপন কর। (সূরা নিসা-১৯)
নারীদের সাথে সদ্ভাবে ব্যবহার করতে হলে তাদেরকে নিয়মমাফিক অন্ন-বস্র-বাসস্থান দিতে হবে,স্ত্রীর চিকিৎসা করানো স্বামীর উপর ওয়াজিব নয় এবং ঘরের রান্নাবান্না স্ত্রীর উপর ওয়াজিব নয়।তবে উভয়টা একটি ভালো ও উত্তম এবং প্রশংসনীয় কাজ ।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/430

সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
স্বামীর উপর স্ত্রীর ভরণপোষণ এবং বাসস্থান ওয়াজিব।চিকিৎসা খরচ ভরণপোষণ বা বাসস্থানের অন্তর্ভুক্ত নয়। তবে পরিবেশ পরিস্থিতি বিবেচনায় স্বামীর নৈতিক দায়িত্ব ও কর্তব্য। যেভাবে স্বামীর উপর স্ত্রীর চিকিৎসা খরচ ওয়াজিব নয় ঠিক সেভাবে স্ত্রীর উপর স্বামীকে  রান্নাবান্না করে খাওয়ানোরও দায়িত্ব নেই। অন্যদিকে স্ত্রীকে রান্না করা খাবার পাঠিয়ে দেওয়া স্বামীর দায়িত্ব ও কর্তব্য।

সুতরাং যেহেতু আমাদের সমাজের স্ত্রীরা স্বামীকে বা স্বামীর বাড়ীর লোকজনকে রান্না করে খাওয়ান, তাই স্বামীরাও তাদের স্ত্রীদের চিকিৎসা খরচ বহন করবেন।

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) স্ত্রীদের উপর যদিও রান্না বান্না করার দায়িত্ব নেই, তথাপি তাদের উচিত স্বামীর কাজে সহযোগিতা মূলক রান্না বান্নার কাজ করা। 
(২) সম্ভব হলে রান্না করা খাবার স্ত্রীর সামনে উপস্থাপন করবেন। নতুবা স্ত্রীকে মানিয়ে নিবেন।
(৩)সন্তান হলে সন্তানের জন্য বাইরে থেকে বুকের দুধ নিয়ে আসতে হবে না। বরং  স্ত্রীকে মানিয়ে নিতে হবে।কোনো কারণ ছাড়া স্ত্রী অস্বীকার করতে পারবে না। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (5 points)
Shaykh,
Ekhane ki cooked khabar pathiye deya bolte -
Cheleder daily ranna kora bujhano hoyeche naki kono helping hand ke diya Korano bujhano hoyeche? In a sense
Je ami shunechilam je Western world e gender roles reverse je kora hochche(meyera Baire Ar chelera bashay)
Seita to avoid korte hobe taina??
by (597,330 points)
আপনি বাংলায় পরিস্কার করে লিখুন। 

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...