#প্রথম প্রশ্ন: হুজুর কেউ যদি মনে মনে তালা'''' নিয়ে বা এই বিষয় নিয়ে কোন কিছু চিন্তা বা ভাবতে থাকে বা যদি কেউ মনে তালা'''' ও দেই কিন্ত মুখ দিয়ে তালা''' এর কথা বা এই সম্পর্কিত কোন বাক্য উচ্চারন করে নাই বা বলে নাই আর তখনি সে তার কোন বন্দুর সাথে কথা বলতাসে বা কোন বন্দু এর কোন একটা মেসেজ এর রিপ্লাই এ Ho জবাব দেই এতে কি মনে মনে তালা'''' এর চিন্তা বা কেউ যদি মনে মনে তালা'''' দেই তার কি সম্মতি হয়ে যাই বা এর কারণ এ কি কোন তালা''' আদো হবে এইভাবে কি কোন তালা''' আদো হয় এবং তার বন্দুর মেসেজ এর জবাব দেওয়ার পরে তারো কিছু টা মনে হচ্চিল সে এই ho জবাব যে দিচে এর দারা যদি কোন তালা''' হয়ে যাই প্লিস সমাধান দিয়ে চিন্তা মুক্ত করবেন ?
#২নং প্রশ্ন: আর বন্দুর সাথে গতকালকে কিছু কথা হচ্চিল কোন একটা বিষয় নিয়ে তো বন্দু বলে dui jora nibi? আমি জবাবে বলি: Mane 4 piece. আমি আমার বন্দুর মেসেজ টা দেখে একবার হলেও চিন্তা করসি বা চিন্তাই আসছে যে ১জোড়া মানে ২টা করে হলে ২ জোড়া ৪ টা তো সাভাবিক ভাবেই চিন্তাই একবার অন্তত এইটা আসছে যে ২ জোড়া মানে ৪টা তো আমার বন্দু যে dui jora nibi bolse এইটার জবাবে আমি এইটা বলি বা বলব ভাবি : mane 4 piece এখন আসি মুল কথায় আমি জবাব যখন দি তখন mane 4 এইটুকু লেখে আমি কয়েক সেকেন্ড একটু pause হয়ে গেসি বা গেলাম হয়ত pieceএই বানান কিভাবে লেখব তা নিয়ে হালা চিন্তায় তা নিশ্চিত না কিন্ত mane 4 এতটুকু লেখে কিছু বা অল্প কয়েক সেকেন্ড stop হয়ে যাই লেখাই আর এর কয়েক সেকেন্ড আরেকটা চিন্তা শুরু হয় আমি যে এইখানে 4 লেখসি আমার মনে কোন তালা''' এর চিন্তা বা নিয়ত তো ছিল না তাও আমি পরে piece এইটা লেখে আমি বন্দুকে পাঠায়া দি। কালকে প্রশ্ন করি নাই এখন চিন্তা বেড়ে গেসে যেমন ধরেন ৫ বার চিন্তা হয় তার মধ্যে ৩বারি প্রবল চিন্তা বা ধারণা হচ্চে আমার মনে এইখানে 4 কথা টা লেখার সময় বা লেখার আগে কোন তালা''' এর নিয়ত বা তালা'''' এর চিন্তা ছিল হয়ত কিন্তু বাকি ২বারি মনে হচ্চে না এমন কিছু ছিল না আমার এইটা ওয়াস ওয়াসা হচ্চে হয়ত তাই মনে এমন চিন্তা আর হাল্কা হাল্কা পেরেশানি লাগতাসে। আমি এখন এর আমার মন এর অবস্থা অনুযায়ী সাভাবিক বা কোন ওয়াস ওয়াসা ছাড়া আমার এইসব এর কোন নিয়ত নাই বা আমি চিন্তা ও করতে চাইনা এইসব এর কিন্ত তাও প্রতিনিয়তে আমার মধ্যে এই অহেতুক চিন্তা আর সন্দেহ আসে আর আমি প্রশ্ন ও করতে বাধ্য হয়। জানি না আমি সব কথা বলতে পারলাম নাকি কিন্ত তাও কেন জানি মনে হচ্চে আমি কিছু হয়ত আপনাদের ঠিক ভাবে বলতে বা বুজাতে পারিনাই আল্লাহ ভালো জানেন, প্লিস আমাকে উত্তর দিয়েন আর নিশ্চিত করবেন আমার বিবাহিত সম্পর্কে কোন রকম এর সমস্যা হবে না তো ?
আমি যদি mane 4 এইখানে 4 এইটা লেখার আগে নিশ্চিত বা শিয়র থাকতাম যে মনে কোন তালা''' এর চিন্তা ভাবনা বা নিয়ত আছে নাকি তাহলে এইখানে প্রশ্ন করার আর এইসব নিয়ে চিন্তা হওয়ার ও কোন কারন হতো না । প্রায় এমন হয়ে থাকে সমস্যা বেশির ভাগি এক/একটা এই বাক্য নিয়ে সমস্যা হয়ে থাকে মানে সন্দেহ আর চিন্তা হয়ে থাকে বলে ফেললে বা লেখে ফেললে বা বলতে পারেন ভয় কাজ করে তো আগে কখনো 4 এইটা নিয়ে এমন চিন্তা আসে নাই হয়ত আসছে মনে নাই ঠিক এখন কিন্ত গতকালকে এই 4 সংখ্যা টা লেখায় বা লেখার কারনে এমন চিন্তা আর সন্দেহ শুরু হয়। এমনো চিন্তা দেই এইখানে 4 লেখার কারনে আবার মনে যদি তালা'''' নিয়ত থাকে তাহলে যদি তিন তালা'''' হয়ে যাই আল্লাহ মাফ করুক এমন চিন্তা শুরু হয় এই 4 কথা বা সংখ্যা টা লেখায় বা লেখার পরে তাও এই চিন্তা আসলে জতটুকু পারি এড়িয়ে যাওয়ার চেষ্টা করসি বা করি তাও বলতে পারেন বা মনে মনে না না বা আস্তাগফিরুল্লাহ পড়সি হয়ত আমি। যদি লেখার আগে বা এই সংখ্যাটা লেখার শুরুতে এমন চিন্তা হতো বা এতো চিন্তা হতো তাহলে লেখতামি না বা এমন ভাবে লেখতাম যেন কোন চিন্তা বা পেরেশানি না হয় তখন বা লেখার পরে । তো মনে তালা'''' এর চিন্তা বা ভাবনা হওয়া বা চিন্তা ভাবনা থাকা এইটা সাভাবিক কিন্ত নিয়ত থাকা বা নিয়ত করা বা নিয়ত হওয়া ইত্যাদি আলাদা বিষয়, চিন্তা আর নিয়ত এর definition দুইটাই আলাদা বিষয় তা জানেনি আপনারা, তো যদি নিয়ত থাকে আর এতে আমার বিবাহিত সম্পর্কে কোন সমস্যা হয়ে যাই জানিনা মাথা hang কিছুটা এই নিয়ে আদো সব ঠিক ভাবে বললাম কিনাহ আপনাদের কাছে আল্লাহ ভালো জানে আল্লাহ জেন কোন কথা miss হয়ে গেলে তা জেনো মাফ করে দেই।
#৩নং প্রশ্ন: আর আমার এইসব নিয়ে আপনাদের উত্তর বা সমাধান পাওয়ার পরে পুনরায় ভাবার কোন দরকার তো নাই আমি উত্তর পাওয়ার পরে নিশ্চিন্তে এইসব মাথা থেকে ঝেড়ে ফেলে দিবো ?
কয়েকবারি প্রশ্নটাকে বা কথাগুলোকে এডিট করে যেই ভাবে পারলাম আমার কথা গুলা আপনাদের কে বলার বা মনে থাকা এই নিয়ে চিন্তা চেতনা শেয়ার করার চেষ্টা করলাম। আশা করি আমার সব কথা বা প্রশ্ন গুলার জবাব দিবেন।