বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) জ্বী, অবশ্যই গুনাহ করার কারনে ইবাদতের মজা চলে যাবে। ইবাদতের মজা না থাকলে সওয়াব হয়তো পাওয়া যতে পারে। তবে পরিপূর্ণ সওয়াব হয়তো নাও পাওয়া যেতে পারে।
(২) গুনাহ করার পর ইবাদতে মজা থাকে না, এটা জেনেও যদি কেউ গুনাহ করে, তার ঈমানে যদিও সমস্যা হবে না। তবে তার ঈমান যে নিতান্তই দুর্বল, এটা অনস্বীকার্য।
(৩)
আহলে সুন্নত ওয়াল জামাতের বড় দশটি আকিদার একটি আকিদা হল,মানুষ কবিরা গোনাহে লিপ্ত হলে সে গোনাহগার হবে তবে কাফির হবে না।বিস্তারিত জানুন-
https://www.ifatwa.info/1402
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
গুনাহ করার দ্বারা যদিও কেউ কাফির হবে না, তবে তার ঈমান অনিরাপদ থাকে সবসময়।