আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
63 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (5 points)
১।আমি স্বপ্ন দেখি আমার পিরিয়ড হয়েছে কিন্তু ভালো হয়নি।লাল রক্ত দেখিনি তবে টিস্যু পেপারে হালকা বাদামী কালার দেখা গেছে।এরমধ্যে দেখি আমি আমার কলেজে, আমার অনেক ঠান্ডা লেগেছে,কেও একজন বললো পান্তা ভাত খেতে বলায় আমি খাইনি আমার ঠান্ডা লেগেছে তাই।এটা নিয়ে কলেজে বান্ধবীরা ট্রল করতেছিল,পরে সেখানে আমার পরিচিত আন্টিরা আসে কেন যেন।তখন তাদের সামনে রেখে বললাম দেখেন ঠান্ডা লাগলে কেওই পান্তা ভাত খেতে পারে না।আর ওরা কেমন ট্রল করছে যে আমি বিস্কিট খেতে পারি কিন্তু পান্তাভাত খেতে পারিনা।পরে সে বললো ঠিকই তো।দেখোনা মেয়েটা ঠান্ডায় কথা বলতে পারে না ও পান্তাভাত কীকরে খাবে।ুরপর ওরা অন্যরুমে চলে যায়।তখন আমি যোহর নামাজ পড়ব এই খেয়ালে আবার চেক করি।তখনও দেখি পিরিয়ত চলছে এবার টিস্যু পেপার ভরে আাছে হলুদ ঘনো কিছু ডিসচার্জ। দেখে আমার একটু মন খারাপ হয় যে, এখনও পিরিয়ড ভালো হচ্ছে না কেন?এই কালারের স্রাব তো কখনও দেখি নাই।এমন হলো কেন?স্বপ্ন ভেঙে যায় ভোর ৪.১২ এর দিকে।এ সপ্নের ব্যখা কী হবে?
২।গতকাল দিন স্বপ্ন দেখি আমি পিচ্চি একটা মেয়েকে নিয়ে ওয়াশরুমে গিয়েছি। সেখনে পটি করার শেষে বালতির পানিসহ ঢেলে দেই।বালতিতে অনেকগুললো পাকা কলা ছিল।পাকা কলা আর বিষ্ঠা মিলে একাকার অবস্থা। ওয়াশরুমেই সেগুলো েপরে আছে।আমার আম্মু এগুলো দেখে সে কলাগুলো উঠিয়ে বাহিরে ছুড়ে মারছে।আমাদের গাছের নারিকেল পারছে, আমার আপু নারিকেল নিতে চাইলে আমার মা দিচ্ছে না।আমিও দিতে বলি কিন্তু ৃা দিবে না।এরপরদেখি একটা ডাব ফুকা করা,সেখান থেকে পানি বেরিয়ে যাচ্ছে, আমি সে পানি তৃপ্তি করে খেয়েছি।পাশেই রাস্তা দিয়ে দেখি একজন পাগল যাচ্ছে, দেখে আফসোস হলো।স্বপ্ন ভেঙে যায় রাত ১ টার দিকে।

৩।২/৩ দিন আগে স্বপ্নে দেখি আমি কোথায় একটা গিয়েছি,অপরিচিত জায়গা,আমি পয়াশরুমে যাই সেখানে গিয়ে দেখি আমার সেলোয়ারে বিষ্ঠা লেগে গেছে,আমি ভাবছিলাম কখনও তো লাগে না আজকে লাগল কেন।পরে ক্লিন করে বাহিরে আসি।নামাজ পরব কিন্তু সেলোয়ারে নাপাকি লেগেছে তাই পরতে পারছি না।বাসায় আসার পায়তারা করছি যে কীভাবে বাড়ি ফিরব!! ঘুম ভেঙে যায়

৪। এদিন স্বপ্ন দেখি আমি আমাদের বাসায়। খাটের নিয়ে আর একটা খাট সেখানে আমি আর আমার স্বামী থাকি।হঠা আমার আপু বললো আমার ছেলে/মেয়ে দুটোকে আজকে তোর সাথে নওয়ে ঘুমা।আমার হাসব্যন্ড আমাকে বলে বা আমিই ভাবতেছি বাচ্চাদের দিয়ে ওরা কী করবে তাহলে? এরমধ্যেই দেখি আশিক জ্বী আমাদের তাড়াচ্ছে(আমি ওবিবাহিতা)

স্বপ্নগুলার ব্যাখ্যা কী?

1 Answer

0 votes
by (63,450 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

বিসমিল্লাহির রহমানির রহীম

জবাব:-

https://ifatwa.info/52645/   নং ফাতওয়াতে উল্লেখ করা হয়েছ যে,

ইসলামী দৃষ্টিতে স্বপ্ন তিন প্রকার।

১. যা আল্লাহর পক্ষ থেকে বান্দাহকে দেখানো হয় যা কল্যানকর হয়।

২. শয়তানের পক্ষ হতে দেখানো হয় যাতে মানুষ খারাপ, মন্দ ভয়ংকর কিছু দেখে থাকে।

তবে শয়তান স্বপ্ন দেখানোর দ্বারা মানুষের কোন ক্ষতি করতে পারেনা। ভয়ংকর স্বপ্ন দেখলে দুশ্চিন্তার কোন কারন নেই। শয়তান মানুষকে দুশ্চিন্তায় ফেলার জন্যই এমন সব আজব আজব জিনিস দেখায়। এমনটা দেখলে ঘুম থেকে জেগে বাম দিকে থুথু ফেলে আস্তাগফিরুল্লাহ বলতে হয়।

৩. মানুষের কল্পনা। অর্থাৎ মানুষ যা কল্পনা করে স্বপ্নে তা দেখতে পায়।

হাদীস শরীফে এসেছে

خَالِدُ بْنُ مَخْلَدٍ حَدَّثَنَا سُلَيْمَانُ عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ قَالَ سَمِعْتُ أَبَا سَلَمَةَ قَالَ سَمِعْتُ أَبَا قَتَادَةَ يَقُوْلُ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلميَقُوْلُ الرُّؤْيَا مِنْ اللهِ وَالْحُلْمُ مِنْ الشَّيْطَانِ فَإِذَا رَأٰى أَحَدُكُمْ شَيْئًا يَكْرَهُه“فَلْيَنْفِثْ حِينَ يَسْتَيْقِظُ ثَلاَثَ مَرَّاتٍ وَيَتَعَوَّذْ مِنْ شَرِّهَا فَإِنَّهَا لاَ تَضُرُّه“وَقَالَ أَبُو سَلَمَةَ وَإِنْ كُنْتُ لأَرَى الرُّؤْيَا أَثْقَلَ عَلَيَّ مِنَ الْجَبَلِ فَمَا هُوَ إِلاَّ أَنْ سَمِعْتُ هٰذَا الْحَدِيثَ فَمَا أُبَالِيهَا.

আবূ ক্বাতাদাহ হতে বর্ণিত। তিনি বলেন, আমি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে বলতে শুনেছিঃ ভাল স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে হয়, আর মন্দ স্বপ্ন হয় শয়তানের তরফ থেকে। সুতরাং তোমাদের কেউ যদি এমন কিছু স্বপ্ন দেখে যা তার কাছে খারাপ লাগে, তা হলে সে যখন ঘুম থেকে জেগে ওঠে তখন সে যেন তিনবার থুথু ফেলে এবং এর ক্ষতি থেকে আশ্রয় চায়। কেননা, তা হলে এটা তার কোন ক্ষতি করতে পারবে না।

আবূ সালামাহ বলেনঃ আমি যখন এমন স্বপ্ন দেখি যা আমার কাছে পাহাড়ের চেয়ে ভারি মনে হয়, তখন এ হাদীস শোনার ফলে আমি তার কোন পরোয়াই করি না। [বুখারী ৫৭৪৭ মুসলিম পর্ব ৪২/হাঃ ২২৬১, আহমাদ ২২৭০৭]

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!

আপনার স্বপ্নগুলো তৃতীয় প্রকার তথা মানুষের কল্পনা থেকে হয়েছে বলে মনে হয়। অর্থাৎ মানুষ যা কল্পনা করে স্বপ্নে তা দেখতে পায়। সুতরাং বিচলিত হওয়ার কারণ নেই। তবে স্বপ্নে কোন খারাপ কিছু দেখলে কারো নিকট বলা যাবে না এবং উক্ত স্বপ্নের ক্ষতি থেকে আল্লাহ তায়ালার নিকট আশ্রয় পার্থনা করতে হবে।  এ বিষয়ে আরো বিস্তারিত জানুন : https://ifatwa.info/4200/


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী মুজিবুর রহমান
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

...