জাযাকাল্লাহু খইরন। আল্লাহ আপনাদের কাজের জন্য দুনিয়া ও আখিরাতে সম্মানিত করুন।
আমার একটা সামান্য কৌতূহল ছিল। ইজ্জু বলে ডাকলে সে নামের অর্থও কি ইযহান শব্দের অর্থের ন্যায় হবে? উত্তরে উল্লিখিত শব্দগুলোতে আয্যা, ইয্যা, ইয্যাতুন আছে তবে ইজ্জু নেই।
"ইজ্জু" এই শব্দটির অর্থ এককভাবে কি দাঁড়ায় আসলে?
যে উদ্দেশ্যে ইযহান নাম রাখা, সেটা কি ইজ্জু নাম দ্বারা পূরন হবে?