আস সালামু আলাইকুম, আমার শ্বশুর শয়তানের ওয়াসওয়াসায় পরে আমাদের কাজের বুয়াকে বাজে ইংগিত দেয় ও টাকা সাধেন, উনি ৬০+ বয়স্ক একজন ডায়াবেটিস এর পেসেন্ট, প্রায় ৬/৭ বছর আগে সে তার বড় ছেলের বউকে একইভাবে টাকা দিতে খারাপ কিছু ইংগিত দিয়েছিলেন, আমার নিজের ও প্রায় কিছু দিতে নিতে তার আংগুল এর সাথে আংগুল লেগে যেত আগে, এখন প্রশ্ন হচ্ছে আমার, আমি এটা ছাড়া খারাপ কিছু দেখিনি, আর আংগুল লাগার ব্যাপার এ তার মনে কি ছিলো তা আমি জানিনা, এখন আমার প্রশ্ন হলো এ অবস্থায় সে কি এখনো আমার মাহরাম আছেন?? তার সাথে আমার কথা বার্তা আচরণ কেমন হবে? আমার কি আলাদা সংসার এ যাওয়া উচিত হাসবেন্ড এর সাথে.?? আমার শাশুড়ীর ভাষ্যমতে শ্বশুর এর শারীরিক সক্ষমতা খুব কম, আমার কি করনীয় প্লিজ জানাবেন, কখনো ব্যাড টাচ বা ইংগিত এর জন্য আমার সংসার ভেংগে যাবে কি?? প্লিজ তাড়াতাড়ি বুঝিয়ে সহজভাবে বলবেন