আসসালামু আলাইকুম।
১.আমি আজকে সকালে স্বপ্ন দেখেছি,আমি নামায পরে জায়নামাজে বসে আছি,আমার পাশে ছোটো একটি বাক্স। এই বাক্সটা হাতে নিয়ে আমি সাপ যেভাবে ডাকে এভাবে আওয়াজ করছিলাম আর তখন বাক্সের ভেতর থেকে সাপের মত কিছু একটা বের হওয়ার চেষ্টা করছে,একটু দেখা গেছে.... ছোট বাক্সের মধ্যে হলেও সাপটা একটু ভয় লাগে এমন,যদিও ভালো করে তেমন দেখিনি বাট বুঝেছি।একটু পরেই দেখি আমার ঘরের মধ্যে একটা পাখি,হাঁসের আকৃতির মত কিছুটা তবে এত বড় না,ছোটো পাখি।ওই পাখিটা বক্স থেকে ওই সাপ টাইপ জিনিসটা খেয়ে ফেলছে।পাখিটা খুবই শান্ত,ঘরের ভেতর হাঁটছে,আবার কেউ ধরলেও ছটফট করে না,কাউকে কিছু করেও না।আমি আবার দেখলাম সাদা ছোট ছোট অনেকগুলো ডিম,এগুলো সাপের ডিম।এখন সেটা কী নষ্ট ডিম ছিল কিনা সেটা আর মনে করতে পারছি না।
২.বেশ কয়েকদিন আগে আরেকটা স্বপ্ন দেখেছি,একটা লোক যার সাথে আমার বিয়ে হয়েছে,ওই লোকটা আমাকে অনেক কিছুই কিনে দিচ্ছে,আমি যা দেখছি তাই কিনে দিচ্ছে।তখন আমি আমার একজন ফ্রেন্ডকে বলছি তোমরা কী চাইলেই সব কিনতে পারো?সে বলল,চাইলেই পারেনা,লিমিট আছে।তখন আমি উওরে বললাম আমি চাইলেই সব কিনতে পারি,তখন আমার ফ্রেন্ড একটু অবাক হচ্ছিল। বাস্তবে আমি এখনো অবিবাহিত। এই টাইপ চিন্তা কখনো করিনি।
২ টা স্বপ্নের ব্যাখ্যা জানতে চাচ্ছি।