السلام عليكم و رحمه الله و بركا ته
আমাদের সম্পর্ক টা ঠিক ভাল থাকে স্বামীর সাথে কিন্তু আমার ভাই আর আমার স্বামীর ভাই আমাদের মিলতে দেয় না ।আমার ভাই আর স্বামী আর তার পরিবার ঠিক ভাবে দ্বীন পালন করে না । আমার আব্বু আম্মুকে আমি রাজি করাই কিন্তু আমার ভাই আবার আমার সাথে ঝগড়া করে সব নষ্ট করে দেয় ।আর আমার স্বামীর ভাই ও ঠিক একই কাজ করছে আমার স্বামী তার বাবা মাকে রাজি করায় ।কিন্তু তার ভাই বাধা দেয় । আর আমার দাদী শুধু কবিরাজের কাছে যায় আর অসুস্থ না হলেও তারা আমাকে অসুস্থ বানিয়ে রাখে । যতবার কবিরাজের কাছে গেছেন আসার পর আমার সাথে অনেক ঝগড়া হইছে পরিবারের সবার সাথে । আমি তাদের অনেক বুঝাই কবিরাজের কাছে না যেতে কিন্তুু তারা মনে করে আমার মাথা ঠিক নাই ,আমি অসুস্থ তাই আমি যেতে চাই না এভাবে আমার পরিবারের সবার সাথে আমার সম্পর্ক খারাপ বানিয়ে ফেলে ।
আর উনারা কবিরাজের কাছে গেলে আমার মাথায় ও শুধু ওইসব কবিরাজের কাছে যাওয়ার ওয়াসা ওয়াসা আসে ।আর আমার ভাই আমি নিজে থেকে একা বিয়ে করার আগে আমাকে বিয়ে দিতে চাইত না যেখানে আমার বয়সী সব মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছিল ,বাচ্চা হয়ে যাচ্ছিল সে আমাকে শুধু পরাশুনা করা লাগবে আগে তারপর চাকরী করা লাগবে বুঝাত ,আর আমাকে বাইরে পাঠিয়েছিল সেই কারনে চরিএ ভাল রাখতে আমরা বিয়ে করি । কিন্তু কতগুলা কবিরাজ হুজুরের কাছে অসুস্থতার সময় তাবিজ নিলে আমাদের সম্পর্ক খারাপ হয়ে যায় , আর আমি যেখানে বিয়ে করেছিলাম ওই জায়গাটা বাড়ি থেকে অনেক দূরে তাই আমাকে সেই কাবিন পেপার আনতে যেতে দিবে না এখন ।আর পুলিশের কাছে যাওয়া ,চেয়ারম্যান এর কাছে যাওয়া আমি একা করতে পারি না । এভাবে আমাদের সম্পর্ক যতটুকু ভাল থাকে আমাদের বড় ভাইয়েরা আমাদের সাথে ঝগড়া আর মারামারি করে তা খারাপ করে দেয় । তাদের দুজনেরই দ্বীনের ইলম কম (আমাদের ভাইদের )।খালি দুনিয়ায় কত বেশি খেতে পারবে সেটা নিয়ে পরে থাকে,আর কার চেয়ে কে কত বেশি সম্পওি নিতে পারবে সেটা নিয়ে সেটা হালাল হল না হারাম ,যাকাত দেওয়া লাগবে সেটা তাদের মাথায় থাকে না । আমার স্বামীও দ্বীন ঠিক ভাবে পালন করতে চায় না গান শুনে ,ঝগড়া লাগলে আমাকে ব্লক করে দেয় তিন চারটা ফেসবুকে মেয়ে আছে অনেক । আমার স্বামীর সাথে যখন relation কয়েকদিন ভাল থাকে তখন পরিবারের মানুষগুলা তাকে খালি তালাক দিয়ে আরো ভাল কাউকে বিয়ে করতে বলে আর দাদী খালি কবিরাজের কাছে যায় আমাকে অসুস্থ বলে ।আর উনিই সব ছেলে দেখে আমাকে তালাক না করিয়ে আবার আমাকে বলে তোমার স্বামীর সাথে কথা বলবা না ।ভাইয়া আমাকে স্বামী বাদে আর সব ছেলের সামনে সেজে যেতে বলে । আমি কি কথা বলি আমার স্বামীর সাথে আমার সব মেসেজ পরে এভাবে আমরা কারো হক ঠিক মত আদায় করতে পারি না ।আমার স্বামী আমার বাবার সাথে কথা বলতে চায় কিন্তু ভাইয়া আমার দুলা ভাইকে আমার অবিভাবক বানায়, বলে দুলাভাই তোমার অবিভাবক বাবা না । আর এভাবে স্বামীর problem গুলাতো আছেই তার ফেসবুকে অনেক মেয়ে কিন্তু আমিই ব্লক করা । আবার ভরন পোষন দেয় না । সবচেয়ে বড় তার পরিবার নিয়ে আসে না তার ভাই রাজি হয় না ।আবার আমাকে তালাক ও দেয় না যাতে আমি নতুন কোথাও বিয়ে করে নিতে পারি তার পরিবারও তাকে তালাক দিতে বলে না । আমাকে কাবিনের পেপার ও দেয় না যাতে আমি দেখে নিতে পারি আমাকে অনুমতি দিয়েছে কিনা ।আমাদের সম্পর্ক যখন ভাল ছিল আমাদের দুজনের ভাই ই আমাদের আলাদা করেছিল আমাদের সাথে ঝগড়া আর মারামারি করে আর নতুন কোথাও বিয়ে দিতে ।দাদী শুধু বলে তুমি এটা তালাক দাও তোমার নতুন কথাও ধুম ধাম করে বিয়ে দিব ।আমি বলি তালাক দেওয়ার কি দরকার যাকে বিয়ে করছি তার সাথে ই দেন বিয়ে ধুম ধাম করে । এটা বলে কয়েকদিন পর পর নতুন কবিরাজের কাছে যায় আর নতুন ছেলে ঠিক করে দাদী । আমি না করি তালাক না হলে ছেলে দেখা যাবে না ,ভাইয়া ,মা ,বাবাও স্বামী নিয়ে যায় না আবার ভরন পোষন দেয় না তাই । আবার উল্টা টাকা দিতে বলে ।আর আমার স্বামীও বলতে চায় না সে বিবাহিত তার পরিবারও বলে না ।এভাবে এক বিয়ের কথা গোপন করে সে মেয়ে দেখে । সবাইকে single বলে বেরায় ।ভাইয়া তালাক দিতে বলে কিন্তু আমি জানি না আমাকে স্বামী তালাকের অনুমতি দিয়েছে কিনা কাবিনের পেপারে । আমার ভাই এভাবে একটা তালাক পেপারে সাইন করতে বলে আর বলে যে, পেপারে সাইন করে মুখে তিনবার তালাক বলে দিলেই হয়ে যাবে তালাক ?আমি তাদের বলি তালাক হওয়ার আগে যাতে নতুন কোন ছেলে না আনে কিন্তু শুনে না ,নতুন বিয়ে ঠিক করে । আর স্বামীও কথা বলে না ।বলে যে তোমার বাবাকে বল Business visa করে দিতে নইলে টাকা দিতে ৫লাখ এটা কি ঠিক হবে টাকা নিয়ে যাওয়া ?বলে যদি তোমার পরিবার রাজী হয় তাহলে আমার পরিবার আনব নাহলে আনব না ।আবার একবার নিয়ে গেলে পরে যদি আবার চায় । এটা বলে ব্লক করে রাখে। আর কোন খোজ নেয় না এভাবে সে আর তার পরিবার আমার পরিবারকে কষ্ট দিচ্ছে আর তার কারনে আমার পরিবার আমাকে কষ্ট দিচ্ছে । আবার আমি যদি তার কাউকে জানাতে যাই বলে তুমি আমার বদনাম কর । এভাবে আমি একা কিভাবে কি করব বুঝি না ।