প্রশ্নটি হলোঃ আমার একজন পরিচিত ব্যক্তি(মহিলা),তার পরিবার তার উপর অসন্তুষ্ট বেহিসাবী খরচার জন্য,এমত অবস্থায় সে মহিলাদের তালিম করে এবং যাকে দিয়ে তালিম করায় তাকে টাকা দিতে হয় এবং তালিম শেষে বিভিন্ন খাবারের ব্যবস্থা করে,এবং এই খাবারের টাকা জোগাড় করতে তাকে পারিবারিক বকা শুনতে হয়।এমত অবস্থায়,আমি জানতে চাই তালিমের জন্য খাবার খাওয়ানো কি ফরজ?তালিমের পর খাবার নিয়ে সহি হাদিস দেখতে জানতে চাচ্ছে।উত্তর তারাতারি পেলে খুশি হবো