প্রিয় মুসলিম উম্মাহ্,আমি দেখলাম কোন মুসলিম অমুসলিমকে গির্জা বানিয়ে দিতে পারে টাকার বিনিময়ে,এটা হালাল,তবে প্রশ্ন হলো মুসলিম ভাই টিতো অমুসলিমদের হারাম গির্জায় সহযোগীতা করলো তবে কি এটা হারাম নয়?আর আমি যদি freepik online company তে টাকার বিনিময়ে কাজ করে দেয়,এমন কাজ যা ধর্মীয় জিনিসের সাথে মিল নেই,তবে মুসলিমদের সাথে মিল আছে এমন ডিজাইন, আর কেউ যদি সে ডিজাইনকে নিয়ে তাদের হারাম ব্যবসায়ে use করে, তাহলেে দোষ কার হবে?