On behalf post
আসসালামু আলাইকুম
ঘটনা ৭-৮ মাস আগের।অন্য এক বিষয় নিয়ে ঝগড়া শুরু হওয়ার এক পর্যায়ে আমি আমার হাসবেন্ড কে বলেছি,' তুমি আমাকে ছেড়ে দাও,আমি অন্য বিয়ে করবো'.তখন হাসবেন্ড বলেছে,"ছেড়ে দিবো,ব্যাবস্থা করবো তোমার"। একথা শুনে আমি তালাক বিষয়ে স্পষ্ট না জেনে বলেছি,"এক তালাক হয়ে গেসে আমাদের,"।তখন হাসবেন্ড বলসে, " হয়ে যাক। এটা তো হওয়ার ই ছিলো"।[এসব নাকি উনি বলেছেন কারণ উনি বিশ্বাস করতেন যে আমার এই কথায় তালাক হবে না।উনার কোনো নিয়ত ছিলো না।]এরপর আমি বলি যে," হয়ে গেসে না?এখন বাকিটাও দাও। "।তখন উনি বলেন, " শেষ হলে শেষ,যাও।"এরপর উনি যে বিষয়ে ঝগড়া হচ্ছিলো ওই টপিকে বলতে শুরু করেন।এরপর আমি বলসি,"তোমার আমার তালাক হয়ে গেসে,"তখন উনি বলসেন,"যাও তোমার বাসায় জানাও,তোমার মা কে।"আমি বলসি যে "চলে যাও"। তখন উনি বলসেন," হ্যাঁ চলে যাবো।কেনো আমি কি তোমাকে তালাক বলসি নাকি যে শেষ হবে?তখন আমি বলসি যে,"ছেড়ে দিবো বললে এক তালাক ।"তখন উনি বলসেন,"শেষ হয়ে গেলে তো বেঁচেই গেলা,।"আমি বলসি যে,"হ্যাঁ বাচলাম।আমি এখন অন্য বিয়ে করবো(সত্যিই করবো নিয়ত করে বলিনি)।"উনি বলসেন যে "করো,"। উপরের সব কেনায়া বাক্যগুলো উনি রাগের মাথায় বলসেন তালাকের নিয়ত করে বলেন নি।
তখন আমি বলসি "তুমি আমাকে যে তালাক দিসো এটা তোমার বাসায় জানাও" তখন উনি বলসেন,"আমি তোমাকে কিছুই দেই নি,"।আমি তাও বলসি যে, "তুমি দিসো।" তখন উনি বলসেন,"যদি তোমার জোর করে মনে করা লাগে,সেটাই তাহলে।"আমি বলসি,"সেটাই তাহলে?তালাক তোমার কাছে হেলাফেলা লাগে? তখন উনি বলেন,এখানে তালাক হওয়ার প্রশ্ন ই নাই যে হেলাফেলা লাগবে,"।তখন আমি বলি যে,"এসব বললে তালাক হয়ে যায়।" উনি বলেন,"সব কিছু তেই তালাক হয়ে যায়,দলিল কোথায়? তুমি তো আমাকে কতবার ছেড়ে দিলাম বলসো।আমি তোমাকে কিছু ই দেই নাই।দিবো বলসি,দেই নাই তো।"উনার এসব কথায় উনি বুঝায়সেন উনি জানেন যে আমাদের তালাক হয় নি কোনো কারন উনি আমাকে তালাক বলেন ও নি আর তালাকের নিয়তে ও কিছু বলেন নি।
আমার প্রশ্ন হলো। উপরের এসবের জন্য কি সমস্যা হবে? উনি তো জানতেন আর বিশ্বাস করতেন যে আমার কথায় তালাক হয় নাই।
উনি বার বার বলসেন কোনোদিন নিয়ত করেন নি।আমাকে বলসেন," তোমার হিসাব মতো ধরতে গেলে।তাহলে এতো দিনে আমাদের তিন তালাক না তিরিশ তালাক হয়ে গেসে।আমি ভাত খাবো এটা বললেও শিরক হয়ে গেসে,"।