আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু।
আমি একজন ভারতীয়। আমি আইওএম ২৪১২ ব্যাচের স্টুডেন্ট এবং এর সাথে সাথে আমি নার্সিং দ্বিতীয় বর্ষের ছাত্রী। আমার ইচ্ছা ছিল ডাক্তার হওয়ার, মেডিকেল এন্ট্রান্স দিয়েছিলাম। কিন্তু ডাক্তারি পড়ার সুযোগ আমার হয়নি। ইচ্ছা ছিল মেডিকেলের যেকোনো কোর্স করবো। তবে নার্সিং করার কোনো পরিকল্পনা আমার ছিল না, নার্সিং ভাল ও লাগতো না। দ্বীনের বুঝ আসার পর থেকে আমি দ্বীনি শিক্ষা অর্জন করতে চেয়েছিলাম। বাড়ি থেকে সেভাবে কেউ গুরুত্ব দেয় নি।কিন্তু পরিস্থিতির শিকার হয়ে আমাকে নার্সিং এ আসতে হয়েছে। প্রথম বছর থেকেই,পর্দার জন্য কলেজে নানাভাবে লড়াই করে আমাকে টিকে থাকতে হয়েছে, বোরকা পরতে দেয় না, বকাবকি করে। ডিউটিতে সাদা শার্ট, কালো প্যান্ট আর জামার উপরে অ্যাপ্রন পরতে হয়, আমি জোর করে এর সাথে হিজাব টা পরি উপরে। পুরুষ মহিলা, সকল ওয়ার্ড এই ডিউটি করতে হয়, পুরুষ ওয়ার্ডে ওই ইউনিফর্ম পরে আমি ভীষন অস্বস্তি বোধ করি, পুরুষ রোগীর গায়েও হাত দিতে হয়, কোনো প্রসিডিওর দেখানোর ক্ষেত্রে। কলেজে প্রায় 9 থেকে 10 ঘণ্টা সময় চলে যায়, জোহর, আসর কাযা হয়ে যায়, অনেক সময় মাগরিব ও কাযা হয়ে যায়। পরবর্তীতে আমি নার্সিং নিয়ে এগোতেও চাই না, নার্সিং এর চাকরী করতেও চাই না । বাড়ীতে আমি কলেজে সমস্যার বিষয়টা এখনো জানাই নি পুরোপুরি, ভয় করে, যদি বাড়িতে কিছু বলে। আসলে আমি পরিপূর্ণ পর্দা করার চেষ্টা করতে চাই। 5 ওয়াক্ত নামাজে অবিচল থাকতে চাই, কিন্তু কলেজে থাকাকালীন, আমি কিছুই পেরে উঠছি না। নিজের মধ্যে অনেক বেশি অপরাধবোধ কাজ করছে। এই পরিস্থিতিতে দম বন্ধ হয়ে আসছে। আপনারা যদি কিছু পরামর্শ দিতেন, খুবই উপকৃত হতাম, ইন শা আল্লাহ্।