আসসালামু আলাইকুম,
দাদা কি পাত্র-পাত্রীদের (কাজিন) অনুপস্থিতিতে, পাত্রের মা, বোন, ছোট চাচা এবং পাত্রীরও চাচী,চাচাতো বোন, ছোট চাচার (একই ব্যক্তি) উপস্থিতিতে তাদের সাক্ষী রেখে মৌখিকভাবে (কালিমা পড়িয়ে) বিয়ে দিতে পারেন?
মেয়ের বাবা মদ্যপান করেন,সুদ খান,দূর্নীতিগ্রস্থ,বিদেশি কালচারে অভ্যস্ত,বদ-মেজাজী, তাই মেয়েটির দাদা নাতনীর সুন্দর ভবিষ্যতের চিন্তা করে এই কাজ করেছেন।
পরবর্তীতে যখন ছেলে-মেয়ে জানবে তখন তাদের করণীয় কি?তারা কি এই বিয়ে মেনেই সংসার করবে নাকি আবার বিয়ে পড়াতে হবে।