আমার শাশুরির নামে বাসা ছিলো। ওনার দুই ছেলে দুই মেয়ে। স্বামী মারা গেছে।
দুই মেয়েকে না জানিয়ে দুই ছেলেকে লিখে দিছে। লিখে দেয়ার পর এখন মেয়েরা জানে যে ভাইকে বাসা লিখে দিছে।
দুই বোন যদি মায়ের সম্পত্তির ওপর দাবি করে তাহলে দুই ভাইয়ের জন্য সেটা দেয়া বাধ্যতামূলক কিনা?
আরেকটা বিষয় ছোট ভাই নিজের হক আদায় জন্য নিজের অংশ থেকে বোনদের দিতে চাচ্ছে যেনো তারা কোনো দাবি না রাখে এইটা কতটা যুক্তিসঙ্গত। উস্তায এই বিষয়ে মাসআলা দিলে ভালো হয় ইন শা আল্লাহ