السلام عليكم ورحمةالله وبركاته
মুহতারাম উস্তায!
আমার প্রশ্নগুলো হলো
১) যারা আরবি পারে না তারা কি সিজদায় বাংলায় দোয়া করতে পারবে? না হলে নিজের কাঙ্ক্ষিত দোয়া টা কিভাবে আল্লাহর কাছে করবে?
২) নামাযে সালাম ফিরানোর পর মোবাইল দেখে দোয়া করা যাবে?
৩) মুনাজাতে বাংলায় দোয়া করা যাবে?
৪) রুকু থেকে উঠার তাসবিহ এবং দুই সিজদার মাঝের তাসবিহ এগুলো নাকি ফরয সালাতে পাঠ না করার জন্য বলা হয়েছে, হানাফি মাযহাবে?এটা কি ঠিক?কিন্তু কেন?পড়লে কি কোনো সমস্যা হবে?
৫)সাধারণত কোনো সালাত কাযা হলে তা তার পরবর্তী নামাযের আগেই আদায় করে নেয়া উত্তম। কিন্তু এশার সালাত কাযা হলে তা কখন আদায় করতে হবে?
যদি ফজরের ওয়াক্ত হয়ে যায়, তবে কি ফজরের সালাতের আগে আদায় করতে হবে?
৬) এশার সালাত কাযা হলে,বিতিরের সালাতেরও কায়া আদায় করতে হবে এশারের সাথে?
৭) উস্তায,কিছু শায়েখ বলেন,হানাফি মাযহাব যারা অনুসরণ করেন তারা নাকি ইমাম আবু হানিফা কে পুরোপুরি অনুসরণ করেন না,এটা কি ঠিক?
৮) অবিবাহিত এডাল্ট কেউ যদি বিবাহের বিষয়ে ফিৎনায় পড়ে এবং সে বারবার এর থেকে আল্লাহর কাছে বারবার পানাহ চায়,দোয়া করে ফিৎনা থেকে বাঁচার জন্য এবং এরপরও যদি বারবার ফিৎনায় পড়ে তাহলে সে এর থেকে বেঁচে থাকবে?
উপরিউক্ত প্রশ্নগুলোর সঠিক মাসআলা জানিয়ে বাধিত করবেন,উস্তায।
জাঝাকাল্লাহু খইরন ফিদ্দুনইয়া ওয়াল আখিরহ