১। ইবাদত করবে আল্লাহ পাক এর সন্তুষ্টির জন্য। কারো যদি মনে নিয়ত না থাকে যে আল্লাহ পাক এর সন্তুষ্টির জন্য তার সে কাজটা অনেক ভালো লাগে কিন্তু কাউকে দেখানোর জন্য না সেটা কি ইবাদতে রিয়া করলাম। যেমন ক্ষুদার্ত দের খাওয়াতে আমার খুব ভালো লাগে কিন্তু চেষ্টা করেও মন থেকে নিয়ত আসেনা।
২।আল্লাহ পাক এর ইবাদত করা মানে উনার আদেশ নিষেধ মেনে চলা। যারা বিধআতকে বিদআত জানার পরও ইবাদত মনে করে করে তাদের ইমানে সমস্যা হবে কি?
৩।বাবার সেবা করতে গেলে মাঝে মাঝে রাগ উঠে যায় কারন উনি সক্তসবল থাকার পরও পানি ঢেলে খায়না আমি অন্য রুমে শুয়ে থাকলেও আমাকে ডাক দেয়। আর ঘরে যতক্ষণ থাকবে কাজের হারা দিতেই থাকে আবার বলে আমি অলস। কিছু থেকে কিছু হলেই চিল্লা চিল্লি করে। বৈধ কাজে মা বাবার হুকুম পালন করা ওয়াজিব। আমি মনে মনে গালি গালাজ করে ফেলি। তবে উনার সাথে বেয়াদবি করিনা। আমার কি গোনাহ হবে?