জবাব
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
(০১)
হ্যাঁ যাবে।
,
(০২)
এই জাতীয় খবর পড়া,দেখা জায়েজ আছে।
তবে মহিলার ছবি যেহেতু দেখা জায়েজ নেই,সেই জন্য গুনাহ হবে।
,
আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ
قُلْ لِلْمُؤْمِنِينَ يَغُضُّوا مِنْ أَبْصَارِهِمْ وَيَحْفَظُوا فُرُوجَهُمْ ۚ ذَٰلِكَ أَزْكَىٰ لَهُمْ ۗ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا يَصْنَعُونَ [٢٤:٣٠]
মুমিনদেরকে বলুন, তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং তাদের যৌনাঙ্গর হেফাযত করে। এতে তাদের জন্য খুব পবিত্রতা আছে। নিশ্চয় তারা যা করে আল্লাহ তা অবহিত আছেন।
(০৩)
খবর শোনার ন্যায় এটা শোনা জায়েজ আছে,তবে এসব অহেতুক কাজ থেকে মুসলিমদের বিরত থাকাই উচিত।
কারন মুসলিমদের সময় মহামুল্যবান।
কুরআনে কারীমে ইরশাদ হয়েছে,
إِنَّ السَّمْعَ وَالبَصَرَ وَالفُؤَادَ كُلُّ أُولَئِكَ كَانَ عَنْهُ مَسْئُولًا.
...নিশ্চয় কান, চোখ, হৃদয় এর প্রতিটি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সূরা বনী ইসরাঈল (১৭) : ৩৬
ইসলাম এ বিষয়ে জোর দেয় যে,মানুষ তার জীবনের প্রতিটি মূহূর্ত এমন কাজে ব্যয় করবে যাতে দুনিয়া ও আখেরাতের নিশ্চিত কল্যাণ রয়েছে।
,
এ জন্যই কোরআনে কারীমে মু'মিনদের উত্তম ও প্রশংসনীয় গুনাবলীর আলোচনা করতে যেয়ে বলা হয়,
ﻭَﺍﻟَّﺬِﻳﻦَ ﻫُﻢْ ﻋَﻦِ ﺍﻟﻠَّﻐْﻮِ ﻣُﻌْﺮِﺿُﻮﻥَ
যারা অনর্থক কথা-বার্তায় নির্লিপ্ত।(মু'মিনুন-৩)
ﻭَﺇِﺫَﺍ ﻣَﺮُّﻭﺍ ﺑِﺎﻟﻠَّﻐْﻮِ ﻣَﺮُّﻭﺍ ﻛِﺮَﺍﻣًﺎ
এবং যখন অসার ক্রিয়াকর্মের সম্মুখীন হয়, তখন মান রক্ষার্থে ভদ্রভাবে চলে যায়।
(ফুরকান-৭৩)
আবু হুরাইরা রাযি. বলেন,
রাসূল্লাহ ﷺ বলেছেন,
من حُسنِ إسلام المرءِ تركُهُ ما لا يعنيه
একজন ব্যক্তির ইসলামের পরিপূর্ণতার একটি লক্ষণ হল যে, তার জন্য জরুরী নয় এমন কাজ সে ত্যাগ করে। (জামে তিরমিযী ২২৩৯)
,
প্রশ্নে উল্লেখিত কাজে দুনিয়া ও আখেরাতের নিশ্চিত কোনো কল্যাণ নেই।
(০৪)
পাত্রী দেখতে গিয়ে পাত্র যা দেখবে তা হল, পাত্রীর কেবল চেহারা ও কব্জি পর্যন্ত হস্তদ্বয়।
,
★সুতরাং প্রশ্নে উল্লেখিত ছুরতে পাত্রি শাড়ি বা জামা পড়ুক,তা যেনো ঢিলেঢালা হয়, পুরো শরীর ভালোভাবে আবৃত রাখে।
,
কোনো ভাবেই যেনো শুধুমাত্র চেহারা আর কব্জি পর্যন্ত হস্তদ্বয় ব্যাতিত অন্য কোনো অঙ্গ দেখা না যায়।
তাহলে জায়েজ হবেনা।
সামান্য চুলও দেখানো জায়েজ হবেনা
,
পাত্রী লিপস্টিক, কাজল দিয়ে সেজে গুজে পাত্রের সামনে যেতে পারবে।
,
আরো জানুনঃ