আসসালামু আলাইকুম।
আমাদের কলেজের মেয়েদের হোস্টেলে আমরা এখন তৃতীয় তলায় থাকি। তো এখন দশতলা বিল্ডিং এর কাজ শেষ হওয়ায় আমাদেরকে আট/নয় তলায় উঠতে হবে।
তো গতকাল আমাদের পাশের রুমে (তিনতলায়) রাত দুইটার দিকে হঠাৎ শোরগোল শুনে সবাই দৌড়ে যায়। গিয়ে দেখে ওদের রুমের পেছনের বারান্দার দরজার খিলটা অনবরত কেউ নাড়াচ্ছে, এমন শব্দ, নক করলে যেমন হয়। জোরে জোরে। এরপর জানালা দিয়ে একটা ছায়া চলে যেতে দেখে। (খোলা বারান্দা নয়, তাই বাতাসে নড়ার কথা না)
১) গতকাল তারা আটতলায় জিনিস রেখে এসেছে। যেহেতু নতুন বিল্ডিং করা, কোনো দু'আ না পড়ে রেখে এসেছে। তাই ওদের ধারণা নতুন জায়গায় হয়তো জিন থাকতো, দু'আ না পড়ে ওখানে জিনিস রেখে আসার কারণে ওদের সাথে কোনো সমস্যা হচ্ছে। এই ধারণাটা কি সঠিক??
২) এই ঘটনার পর আজকে তারা আমাকে বলছিল যেন সবাই মিলে আট তলা আর নয়তলায় গিয়ে দু'আ দুরূদ পড়ে, নামাজ পড়ে কুরআন তিলাওয়াত করে আসি। তাহলে হয়তো কোনো সমস্যা হবে না। এখন এটা করা কি ঠিক??
৩) ওদের রুমে একজন হিন্দু মেয়ে আছে। সে ওই রুমে পূজা করে কিনা। আর একজন মুসলিম মেয়ে অনেক লম্বা চুল, কিন্তু সবসময় ছেড়ে রাখে (মাথায় কাপড়ও দেয় না)। ওদের দুজনের জন্য ওই রুমে কোনো সমস্যা হচ্ছে, এমন হতে পারে কি??
৪) এখন সমাধান কী? উপরতলায় উঠতে গেলে কিছু করতে হবে কি??
৫) আমাকে যদি বলি ওই মেয়েদের রুমে গিয়ে কুরআন পড়ে আসতে, (ওরা কেউ শুদ্ধভাবে পড়তে পারে না), তাহলে কি আমি যাব? এটা কি উচিত?