আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ। বেহেশতী জেওর নামে আশরাফ আলী থানভি(র:) এর একটা বই আছে। ওখানে অনেক রোগের আমলী চিকিৎসা এবং জ্বিনের সমস্যার বিভিন্ন তাবীজ দেওয়া আছে। এখন তাবীজকে অনেকে কুফর বলে। আবার মওলানা তকী উসমানী(র
:) এর ফতোয়ায়ে উসমানী বইয়েও উনি তাবিজ সম্পর্কে বলেছেন তাবীজ দিয়ে চিকিৎসা করানো জায়েজ যদি কোন শিরকি কথাবার্তা না থাকে । এব্যাপারে জানতে চাই, আর বেহেশতী জেওর বইএর ওইসব আমলী চিকিৎসা গুলোর উপর কি আমল করা যাবে?