السلام عليكم و رحمة الله و بركاته
১) আমার খালু মারা গেছেন পাঁচ মাস হয়েছে.. চার পাঁচ দিন আগে আম্মু স্বপ্নে দেখছে খালু নাকি একটা রুমে খুব কান্নাকাটি করছে.. কারো সাথে কথা বলছেনা শুধু কান্নাই করতেছে.. পরে আম্মু এটা খালাকে জানানোর পর খালা কিছু টাকা একজন গরীবকে দিয়ে দেয়।
আমার কাকা মারা গেছেন দুই মাস হইছে.. তো তিন চারদিন ওনাকে স্বপ্নে দেখছি.. কিন্তু দূরে দূরে ছিলেন.. কিন্তু গতকাল একটা স্বপ্ন দেখি.. এরকম ছিলো যে, আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান হচ্ছে সম্ভবত.. চাচিরা কাজিনরা সবাই আছে.. আর আমরা তিনজন কাজিন শাড়ি পরছি.. তো আমরা আমাদের ড্রেস চেন্জ করার জন্য কিছুটা দূরে আমার খালার (আরেকজন) বাসায় যাচ্ছি। (আদতে খালার বাড়ি অন্নেক দূর) তো আমরা তিনজন যখন পুকুর পাড় পর্যন্ত গেলাম দেখলাম রাস্তায় কিছু ছেলে দাড়িয়ে আছে.. তো তাদের দেখে আমরা মুখটা অন্যদিকে ফিরিয়ে নিলাম.. কিছুক্ষন পর ওরা আমাদের পাশ দিয়ে অন্যদিকে চলে যাচ্ছি আর একজন বলতেছিলো" আমাদের আপনাদের দিকে তাকাতে নিষেধ করেছে"
তারপর আমরা রাস্তার দিকে যাচ্ছিলাম.. রাস্তার পাশেই কাকার কবর.. দেখলাম কাকা কবর থেকে একটু দূরে রাস্তার ওপর দাড়িয়ে আছে.. আমরা কাকাকে দেখলাম.. কাকা আমাদের তিনজনকে দেখে কান্না শুরু করে দিল.. খুব কান্না করছিলো.. আর কি যেন বলতেছিল.. (ঘুম থেকে উঠে কি বলছে কাকা সেটা মনে নেই) আমরাও কাকার সাথে কাঁদতে শুরু করলাম.. কাঁদতে কাঁদতে হাঁটতে লাগলাম.. তো হাঁটতে হাঁটতে দেখলাম একটা এম্বুল্যান্সে করে একজন পুরুষের লাশ নিয়ে যাচ্ছে.. তবে এম্বুল্যান্সের দরজা খোলা (চলন্ত এম্বুল্যান্স).. আর লাশের বুক পযর্ন্ত সাদা কাপড় দেওয়া.. শুধু চুল দেখছি আমরা তাই চিনতে পারিনি কে.. তো তখন আমি আমার বাকি দুই কাজিনদের বললাম "ইদানিং অনেকেই মারা যাচ্ছে" তারপর আমরা খালাদের বাসায় চলে গেলাম....
২)আমার হাসব্যান্ড বাইরের দেশে থাকেন,উনি ৫ওয়াক্ত নামাজ পড়েন আলহামদুলিল্লাহ,তবে সেটা পারিবারিক শিক্ষা থেকেই।অর্থাৎ মুসলমান হিসেবে ৫ওয়াক্ত নামাজ ফরয এই হিসেবেই।উনি দাড়ি রাখেনা,এ ভয়ে যে যদি ঐখানে নতুন কোন কোম্পানিতে জয়েন করে, দাঁড়ি রাখতে না দে,তখন যদি কেটে ফেলতে হয়।আমি অনেক বুঝাইছি এখনো বুঝাই,কিন্তু উনি বুঝে না,,,উনি বলে রশি বেশি টান দিলে ছিঁড়ে যায়।উনি যেদিন ক্লিন শেভ করে আমার উনার সাথে কথা বলতে ইচ্ছে করেনা, উনার সাথে ভিডিও কলে কথা বলতে ইচ্ছে করে না,,,আমার শুধু মনে হয় যিনি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সুন্নাতকে কেটে ফেলতে পারে তার সাথে তার দিকে তাকাই আমি কিভাবে কথা বলব? আমার কি করা উচিৎ এ অবস্থায়?