ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) রক্ত দানের পর অনেকেই ইচ্ছা করে কিছু টাকা দিয়ে বলে কিছু "খেয়ে নিও"। এরকম টাকা নেয়া কি জায়েয?
(২) হা বাদ দিয়ে 'বিসমিল্লা' বলে মুরগি জবাই করলে, সেই মুরগি হারাম হারাম হবে না।
(৩) আল্লাহ এর নাম না নিয়ে কোনো মুসলমান জবাই করে নিলে, সেই প্রাণী ভক্ষণ করা নাজায়েয হবে না।
(৪) মাসিক পারিশ্রমিক ক্লাস হিসাবে না হয়ে মাস হিসাবে হলেও, দুয়েকটি ক্লাস না করা হলে, সেই অনুপাতের পারিশ্রমিক হালাল হবে না। তবে যদি সাবালক ছাত্র বা তাদের অভিভাবকদের সম্মতি থালে, তাহলে তখন জায়েয হবে।
(৫) প্রাথমিক বিয়ের ক্ষেত্রে যেভাবে পদ্ধতি গ্রহণ করা হয়, বিয়ের নবায়নের ক্ষেত্রেও সেই পদ্ধতি গ্রহণ করতে হবে।দুইজন পরুষ বা একজন পুরুষ ও দুইজন মহিলা সাক্ষী লাগবে। নতুন মোহরানা লাগবে। সর্বনিম্ন মহর ১০ দিরহাম তথা ৩০.৬১ গ্রাম রূপার মূল্য।
(৬) প্রস্রাবের পর যদি আপনার ৮-১০ মিনিট পর্যন্ত প্রস্রাবের ফোটা বের হতে থাকে,তাহলে ৪-৫ মিনিট অপেক্ষা করে পানি দিয়ে ধৌত করা ফেললে হবে না।বরং আপনাকে ৮-১০ মিনিটই অপেক্ষা করতে হবে। এক্ষেত্রে আপনি মা'যুর হবেন না।
(৭)