আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
50 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (15 points)
শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি এতগুলা প্রশ্ন একসাথে করার জন্য। আমি বিগত ৩-৪ মাস থেকে করবো করবো করে করতেই পারছি না। এখন সময় পাইছি তাই একসাথে জমে রাখা অনেক প্রশ্ন করে ফেললাম।

১। রক্ত দানের পর অনেকেই ইচ্ছা করে কিছু টাকা দিয়ে বলে কিছু "খেয়ে নিও"। এরকম টাকা নেয়া কি জায়েজ?
২। মুরগী জবাই করার সময় কসাই "বিসমিল্লাহ" না বলে "বিসমিল্লা" বলে জবাই করে ফেলছে। এখানে 'বিসমিল্লাহ' এর লাস্টে 'হা' বলে নাই। এই যে হা বাদ দিইয়ে 'বিসমিল্লা' বলে দিয়ে জবাই করলে মুরগী কি হালাল হবে? কারন 'বিসমিল্লা' বললে এখানে আল্লাহ এর নাম পুরোভাবে উচ্চারিত হয় না।
৩। অনেক সময় কসাইকে যদি বলি মুরগী জবাই করবার পূর্বে পড়ে জবাই করতে। তখন অনেকে কথা শুনে অনেকে কথা না শুনে, আল্লাহ এর নাম না নিয়েই জবাই করে ফেলে। তখন তো মুরগী হারাম হয় যায়। যদি এরকম কেউ করে তার ক্ষেত্রে কি করনীয়।
৪। কোনো প্রতিষ্ঠানে ধরেন মাসে ৩০ টা ক্লাস নিয়া লাগবে। এখন কেউ যদি ইচ্ছা করে ২৫-২৮ টা ক্লাস নেয় অর্থাৎ ২-৪ টা ক্লাস ইচ্ছা করেই নেয় না। তাহলে মাসিক পারিশ্রমিক কতটুক হারাম হবে? (এখানে বলে রাখা ভালো যে, মাসিক পারিশ্রমিক ক্লাস হিসাব করে নয়, এটা মাস হিসাব করেই।)
৫। বিয়ে নবায়ন কিভাবে করতে হয়? নতুন মোহরানা লাগে? যদি লাগে সর্বনিম্ন কতটুক মোহরানা লাগে? আর সাক্ষী কি লাগে? যদি লাগে কতজন সাক্ষী লাগে?
৬। আমার প্রসাবের পর টিস্যু দিয়ে টহল করতে ৮-১০ মিনিট সময় যায়। এখন প্রশ্ন করতে পারেন "তাহলে এত সময় ধরেই কি প্রসাবের ফুটা বের হয়?" - উত্তরে বলবো, জি আমার ৮-১০ মিনিট লাগে। এখন আমি যদি ৪-৫ মিনিট অপেক্ষা করে পানি দিয়ে ধুয়ে ফেলি এবং এর পরেও যদি প্রসাবের ফুটা বের হয় তাহলে আমার ক্ষেত্রে কি ওযর গ্রহনযোগ্য? (আমার বালেগ হবার পর থেকেই এরকম হয় আসছে)
৭। আমি নামাজের সময় তিলাওয়াতের সময়, আস্তে তিলাওয়াত করোতে পারি না। নিজের কানে না শুনলে আমি মনে করি আমার উচ্চারন ঠিক মত হচ্ছে না। কিন্তু আমি এমনভাবে আওয়াজ করে পড়ি পাশের মানুষ পর্যন্ত শুনতে পায়। হোক এটা ফরজ সালাতে কিংবা সুন্নত কিংবা নফল নামাজে। (জামাতের ক্ষেত্রে যে জায়গায় পড়া লাগে ওই জায়গায়)। মানে আওয়াজ করে না পড়লে আমি পড়তেই পারি না। মনে হয় যেন ভুল করে পড়ে ফেলছি।
যেমনঃ সুবহানা রব্বি আল আ'যীম। এখানে 'আ'যীম' শব্দে আ'ইন আছে। আমি যদি আওয়াজ না করে পড়ি তাহলে এটা 'হামযা' আইন এর মত উচ্চারন হয় যায়।
কিংবা সুবহানা রব্বি আল আ'লা। এখানে 'আ'লা' শব্দে 'আ'ইন' আছে। তো আমি আস্তে পড়লে 'আগলা' মানে গাইন দিয়া পড়ে ফেলি। আমার এরকম পড়ার ক্ষেত্রে কি পরামর্শ দিবেন? আমি কি আস্তে না পড়লে, তাহলে আওয়াজ করেই পড়বো? যদি বলেন আওয়াজ করেই পড়বো, কিন্তু আমি এমনভাবে পড়ি যাতে পাশের মানুষ স্পষ্ট শুনতে পায় এবং এর পড়ার শব্দ আরোও ৩-৪ জন পর্যন্ত যায়। আমি এ নিয়ে টেনশনে আছি।

1 Answer

0 votes
by (605,310 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) রক্ত দানের পর অনেকেই ইচ্ছা করে কিছু টাকা দিয়ে বলে কিছু "খেয়ে নিও"। এরকম টাকা নেয়া কি জায়েয?

রক্তদান সম্পর্কে ইসলামের বিধান জানতে ভিজিটসংখ্যা  করুন- https://www.ifatwa.info/69199 

(২) হা বাদ দিয়ে 'বিসমিল্লা' বলে মুরগি জবাই করলে, সেই মুরগি হারাম হারাম হবে না। 

(৩) আল্লাহ এর নাম না নিয়ে কোনো মুসলমান জবাই করে নিলে, সেই প্রাণী ভক্ষণ করা নাজায়েয হবে না। 
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/686

(৪) মাসিক পারিশ্রমিক ক্লাস হিসাবে না হয়ে মাস হিসাবে হলেও, দুয়েকটি ক্লাস না করা হলে, সেই অনুপাতের পারিশ্রমিক হালাল হবে না। তবে যদি সাবালক ছাত্র বা তাদের অভিভাবকদের সম্মতি থালে, তাহলে তখন জায়েয হবে। 

(৫) প্রাথমিক বিয়ের ক্ষেত্রে যেভাবে পদ্ধতি গ্রহণ করা হয়, বিয়ের নবায়নের ক্ষেত্রেও সেই পদ্ধতি গ্রহণ করতে হবে।দুইজন পরুষ বা একজন পুরুষ ও দুইজন মহিলা সাক্ষী লাগবে। নতুন মোহরানা লাগবে। সর্বনিম্ন মহর ১০ দিরহাম তথা ৩০.৬১ গ্রাম রূপার মূল্য।

(৬) প্রস্রাবের পর যদি আপনার ৮-১০ মিনিট পর্যন্ত প্রস্রাবের ফোটা বের হতে থাকে,তাহলে ৪-৫ মিনিট অপেক্ষা করে পানি দিয়ে ধৌত করা ফেললে হবে না।বরং আপনাকে ৮-১০ মিনিটই অপেক্ষা করতে হবে।  এক্ষেত্রে আপনি মা'যুর হবেন না। 

(৭) 
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/2570


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...