আসসালামু আলাইকুম,,
আমাদের বিয়ে হয় ৩ বছর। গত একবছর আমাদের অনেক সমস্যা গিয়েছে। আমি ওকে সহ্য করতে পারতাম না,ও হুটহাট রেগে যেত, শারীরিক সম্পর্কে আমার প্রচন্ড অনীহা, সামান্য কারণে আমাকে মারধর করতো অথচ পরে বলতো সে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলো। বেশিরভাগ চান্দ্র মাসের শেষ,অমাবস্যায় এ সমস্যাগুলো বাড়তো।
আমরা একজন আলেম অভিজ্ঞ রাক্বীর কাছ যাই। তিনি ডায়াগনোসিস করান ও বলেন আমাদের উপর বিচ্ছেদ এর জাদু করা হয়েছে, আমার উপরে একটা আশিক জ্বীন পাঠানো হয়েছে সেটা আমার স্বামীর ক্ষতি করবে, আমাদের সম্পর্ক নষ্ট করবে। বিচ্ছেদের জাদুর প্রভাব ওর ( স্বামীর) উপরেও আছে, বেশি ভুক্তভোগী আমি, আমার আমল দুর্বল । অন্য একজন রাক্বী ও আগে এমন বলেছিলেন।
রুকইয়াহ করার সময় দুজন এরই রিয়কশন হতো। আমরা চিকিৎসা চালাচ্ছি। আমার প্রচন্ড ওয়াসওয়াসা হয় যে ওর কাছে থেকে চলে যাই, ভালো জীবন পাবো। ওরও মাথায় ঘন ঘন চিন্তা আসে তালাকের, কোনো কোনো সময়ে দুজনের উপরই প্রভাব কাজ করে। তখন সামান্য কথাতেই বলতো তালাক দিয়ে দিবো, ছেড়ে দিবো,, আমিও বলতাম দাও। অথচ পরে আমরা নিজেরাই কষ্ট পেতাম ও অবাক হতাম যে এগুলো কি বলছি, কেন বলছি।
গতকাল সন্ধ্যার পর থেকে আমার মারাত্মক খারাপ লাগা শুরু হয়,অনেক কষ্ট হচ্ছিল কান্নাকাটি করছিলাম । কোনো অসুস্থতা না, জাদুর প্রভাব। মাগরিবের সালাতও পড়তে পারি নি ঠিকমতো। আমি একটু ভালো ফিল করার জন্য হাটতে বার হই। ও আমার পিছনে বের হয়, আমি বারবার বলছিলাম চলে যাও, আমার খারাপ লাগছে ও সাথে সাথে হাঁটে। একপর্যায়ে আমাদের কথা কাটাকাটি হয়, ও আর আমি প্রচুর উল্টাপাল্টা কথা বলি রাস্তায় দাড়ায়ে। হুট করে ও বলে ফেলে 'তালাক'। এরপরই এসে বলে বাসায় চলো আজকে আমাকে তুমি মারবা, যেভাবে আমি আগে মারছি। আমিও বাসায় গিয়ে ওকে মারি ও চুপচাপ সহ্য করে। পুরা ঘটনা ১০ -১৫ মিনিট এ হয়। পরিবারের সবাই প্রচন্ড বকাবকি করে যে এটা নরমাল আচরণ না, দুজনকেই পুলিশে ধরায় দিবে। আমরাও কিভাবে যেন এসব করে ফেলছি।
( বিচ্ছেদের জাদু চলাকালীন এর আগেও গত কুরবানির পর জাদু নবায়নের রাতে আমাদের মধ্যে রক্তারক্তি কান্ড হয়,যেখানে দুজনেরই কোনো নিয়ন্ত্রণ ছিলো না।)
উস্তায, মেহেরবানী করে জানাবেন তালাক পতিত হয়েছে কি না।।
আমরা অনেক চিন্তায় - পেরেশানীতে আছি।