আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
36 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (1 point)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ

১. আমার সোরিয়াসিস নামক একটি ক্রনিক স্কিন প্রব্লেম আছে, যেটি আমার প্রেগ্ন্যাসি এবং প্রসব পরবর্তী কালীন সময়ে আরো জটিল আকার নিয়েছে। ডক্টর জানিয়েছেন বাবু যতদিন বুকের দুধ খাচ্ছে ততদিন মুখে খাওয়ার কোনো ঔষধ দেয়া যাবেনা, তারা জানিয়েছেন চিকিৎসা বিজ্ঞানে এই রোগের স্থায়ী কোনো সমাধান এখনো আবিষ্কার হয়নি তবে ঔষধ এবং অয়েন্টমেন্ট দ্বারা সাময়িক কমিয়ে রাখা সম্ভব। দীর্ঘদিন এটি ট্রিটমেন্ট ছাড়া রাখলে নানা ধরনের জটিলতা সৃষ্টি হতে পারে যেমন- হার্ট অ্যাটাক, স্ট্রোক, উচ্চ রক্তচাপ এবং পেরিফেরাল ধমনী রোগের ঝুঁকি, সোরিয়াটিক আর্থ্রাইটিস, দীর্ঘস্থায়ী কিডনি রোগ, ক্যান্সার ইত্যাদি। এটির ট্রিটমেন্ট অফ করে দিলে তিনটি বিষয় ঘটতে পারে: এটি সম্পূর্ণ চলে যেতে পারে, এটি আগের মতই থাকতে পারে, কিংবা আগের চেয়েও আরো খারাপ ভাবে ফিরে আসতে পারে। এখন শুধু অয়েন্টমেন্ট ব্যাবহার করা যাচ্ছে যার ফলে নতুন নতুন স্থান আক্রান্ত হচ্ছে, এবং দিন দিন এগুলো বেড়ে যাচ্ছে... ডক্টর বাবুকে বুকের দুধ ছাড়িয়ে দিতে বলেছিলেন। কিন্তু আমরা রাজী না হওয়ায় বাবুর ৬মাস হওয়া পর্যন্ত অপেক্ষা করতে বলেছেন ঔষধ গ্রহন করার জন্য, এমতাবস্থায় আমি যদি বাবুকে ৬মাস বুকের দুধ খাইয়ে বাকি সময় তাকে ফর্মুলা মিল্ক দেই এক্ষেত্রে আমি কি গুনাহগার হবো?

২. সাড়ে সাত ভরির কম স্বর্ন এবং সাথে ২ভরি+ রূপা থাকলে এক্ষেত্রে কি যাকাত আসবে?
৩. ইতিপূর্বে শুধুমাত্র ৫ ভরি+ স্বর্ন থাকায় যাকাত আদায় করা হয়নি এটি ঠিক আছে কি?

৪. যাকাত আদায়ের ক্ষেত্রে নেসাব পরিমান মাল মালিকানাধীন হওয়ার তারিখ অনুযায়ী আরবি মাস হিসেব করে যাকাত আদায় করতে হবে নাকি ইংরেজি মাস হিসেবে আদায় করলেই হয়ে যাবে?

1 Answer

0 votes
by (566,340 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

(০১)
আল্লাহ তাআলা বলেন,

وَ الْوَالِدٰتُ یُرْضِعْنَ اَوْلَادَهُنَّ حَوْلَیْنِ كَامِلَیْنِ لِمَنْ اَرَادَ اَنْ یُّتِمَّ الرَّضَاعَةَ

মায়েরা তাদের সন্তানদের পূর্ণ দু বছর দুধ পান করাবে। এ সময়কাল তাদের জন্য, যারা দুধ পান করানোর মেয়াদ পূর্ণ করতে চায়। (সূরা বাকারা ২৩৩)

আরেক আয়াতে ইরশাদ হয়েছে, 

আর তার (সন্তান) দুধ ছাড়ানো হয় দু বছরে। (সূরা লুকমান : ১৪)

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
প্রশ্নের বিবরন মতে এক্ষেত্রে আপনি গুনাহগার হবেননা। 

(০২)
হ্যাঁ, এক্ষেত্রে যাকাত ফরজ হবে।
এক্ষেত্রে সবগুলোর বর্তমান বাজার মূল্য একত্র করে তার চল্লিশ ভাগের এক ভাগ যাকাত দিতে হবে।

(০৩)
এক্ষেত্রে আপনার মালিকানায় কোনো রুপা ও টাকা পয়সা না থাকলে সেক্ষেত্রে এটা ঠিক আছে।

অন্যথায় ঠিক হয়নি।
এক্ষেত্রে বিগত বছরগুলোতর যাকাত আদায় করতে হবে।

(০৪)
আরবি মাস হিসেব করে যাকাত আদায় করতে হবে।

ফাতাওয়ায়ে শামীতে আছেঃ- 

فتاوی شامی:
"وسببه أي سبب افتراضها ملک نصاب حوليٍّ نسبة للحول...
(قوله: نسبة للحول) أي الحول القمري لا الشمسي كما سيأتي متنا قبيل زكاة المال."
(کتاب الزکاة،ج:2، ص:259 ط: سعید)
সারমর্মঃ-
যাকাত ফরজ হওয়ার কারন হলো নেসাব পরিমান সম্পদের উপর এক বছর পূর্ণ হওয়া অর্থাৎ চন্দ্রমাসের হিসাবে এক বছর। সূর্যের মাসের হিসাবে নয়।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...