আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ
১. আমার সোরিয়াসিস নামক একটি ক্রনিক স্কিন প্রব্লেম আছে, যেটি আমার প্রেগ্ন্যাসি এবং প্রসব পরবর্তী কালীন সময়ে আরো জটিল আকার নিয়েছে। ডক্টর জানিয়েছেন বাবু যতদিন বুকের দুধ খাচ্ছে ততদিন মুখে খাওয়ার কোনো ঔষধ দেয়া যাবেনা, তারা জানিয়েছেন চিকিৎসা বিজ্ঞানে এই রোগের স্থায়ী কোনো সমাধান এখনো আবিষ্কার হয়নি তবে ঔষধ এবং অয়েন্টমেন্ট দ্বারা সাময়িক কমিয়ে রাখা সম্ভব। দীর্ঘদিন এটি ট্রিটমেন্ট ছাড়া রাখলে নানা ধরনের জটিলতা সৃষ্টি হতে পারে যেমন- হার্ট অ্যাটাক, স্ট্রোক, উচ্চ রক্তচাপ এবং পেরিফেরাল ধমনী রোগের ঝুঁকি, সোরিয়াটিক আর্থ্রাইটিস, দীর্ঘস্থায়ী কিডনি রোগ, ক্যান্সার ইত্যাদি। এটির ট্রিটমেন্ট অফ করে দিলে তিনটি বিষয় ঘটতে পারে: এটি সম্পূর্ণ চলে যেতে পারে, এটি আগের মতই থাকতে পারে, কিংবা আগের চেয়েও আরো খারাপ ভাবে ফিরে আসতে পারে। এখন শুধু অয়েন্টমেন্ট ব্যাবহার করা যাচ্ছে যার ফলে নতুন নতুন স্থান আক্রান্ত হচ্ছে, এবং দিন দিন এগুলো বেড়ে যাচ্ছে... ডক্টর বাবুকে বুকের দুধ ছাড়িয়ে দিতে বলেছিলেন। কিন্তু আমরা রাজী না হওয়ায় বাবুর ৬মাস হওয়া পর্যন্ত অপেক্ষা করতে বলেছেন ঔষধ গ্রহন করার জন্য, এমতাবস্থায় আমি যদি বাবুকে ৬মাস বুকের দুধ খাইয়ে বাকি সময় তাকে ফর্মুলা মিল্ক দেই এক্ষেত্রে আমি কি গুনাহগার হবো?
২. সাড়ে সাত ভরির কম স্বর্ন এবং সাথে ২ভরি+ রূপা থাকলে এক্ষেত্রে কি যাকাত আসবে?
৩. ইতিপূর্বে শুধুমাত্র ৫ ভরি+ স্বর্ন থাকায় যাকাত আদায় করা হয়নি এটি ঠিক আছে কি?
৪. যাকাত আদায়ের ক্ষেত্রে নেসাব পরিমান মাল মালিকানাধীন হওয়ার তারিখ অনুযায়ী আরবি মাস হিসেব করে যাকাত আদায় করতে হবে নাকি ইংরেজি মাস হিসেবে আদায় করলেই হয়ে যাবে?