আসসালামুআলাইকুম,সম্মানিত মুফতী সাহেব,স্বামী যদি স্ত্রীকে বলে,আমাকে যদি তোমার ভালো না লাগে," অন্য জায়গায় বিয়ে বসতে পার।"স্বামীর এ কথার দ্বারা কি স্ত্রী তালাকের তাফয়ীয এর অধিকার পাবে? আর এখানে কি শর্ত প্রযোজ্য হবে?যেহেতু স্বামী বলেছে,আমাকে যদি তোমার ভালো না লাগে।অর্থাৎ স্ত্রীর যখন স্বামীকে ভালো না লাগবে তখন তালাকের অধিকার প্রয়োগ করতে পারবে? নাকি যেকোন সময় অধিকার প্রয়োগ করতে পারবে? একটু দয়া করে জানাবেন